নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী হিসেবে ফের শপথ নেওয়ার আগে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে ফিরলেন নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পার্টি অফিস উদ্ধারে গিয়ে বিক্ষোভের মুখে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি, ভাঙা হল গাড়ি


রবিবার গান্ধীনগরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এসেছেন মোদী। আজ সোমবার বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে ‘কাশীর কোতয়াল’-এর আশীর্বাদ নিলেন মোদী। তাঁর সঙ্গে এদিন ছিলেন অমিত শাহ, উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক ও রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।



এদিন সাড়ে দশটা নাগাদ বারাণসীতে এসে নামেন নরেন্দ্র মোদী। তার পর সেখান থেকে চলে যান কাশী বিশ্বনাথ মন্দিরে। রাস্তার দুধার দাঁড়িয়ে মানুষজন তাঁকে স্বাগত জানান। তার গাড়ি লক্ষ্য করে ফুল ছুঁড়ে দেন। রাস্তার দু’ধার চিত্কার, ‘মোদী মোদী’।



কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত আচার্য্য অশোক দ্বিবেদী বলেন, আমাদের সৌভাগ্য যে কাশী বিশ্বনাথ মন্দিরে সব আচার মেমে পুজো দেবেন মোদিজি। ২০১৪ সালেও তিনি এখানে পুজো দিয়েছিলেন।


আরও পড়ুন-'পাকিস্তানের বিরাট কোহলি' কে? বেছে দিলেন ক্লার্ক


বেলা এগারোটা নাগাদ মোদী পৌঁছে যান মন্দিরে। আদিত্যনাথ, অমিত শাহকে নিয়ে মন্দিরে প্রবেশ করেন মোদী। সেখানে সব আচার মেনে পুজো দেন। প্রণামীও দেন। মন্দিরে পুজো