নিজস্ব প্রতিবেদন: চরমপন্থা ও সন্ত্রাসবাদের ছোঁয়াচ থেকে সাইবার জগত্কে বাঁচানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে 'গ্লোবাল কনফারেন্স অন সাইবার স্পেস'-এর উদ্বোধনী অনুষ্ঠানে মোদী বলেন, ''সাইবার অপরাধের শিকার হচ্ছে সমাজের দুর্বল অংশ। তা ঠেকানোর জন্য সতর্ক হতে হবে বিশ্বের সংশ্লিষ্ট সংগঠনগুলি। সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করাই হোক জীবনের উদ্দেশ্য।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাইবার জগতে কীভাবে পরিবর্তন এসেছে, তাও ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''গত কয়েক দশকে সাইবার জগত্ অনেকই বদলে গিয়েছে। সাত ও আটেক দশকে কম্পিউটার কেমন ছিল, তা মনে করতে পারবেন প্রবীণরা। সেখান থেকে ইমেল ও ব্যক্তিগত কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বিশাল পরিবর্তন এসেছে। সোশ্যাল মিডিয়ার উত্থানের পর যোগাযোগ ও তথ্য সংরক্ষণের মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ফোন।''    
      
আরও পড়ুন- ঋণখেলাপির নামে প্রতারণা রুখতে কড়া দাওয়াই কেন্দ্রীয় সরকারের


তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের যুবপ্রজন্ম যেভাবে এগিয়ে গিয়েছে, তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। বলেন, ''গোটা বিশ্বে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে স্বীকৃতি পাচ্ছেন ভারতীয়রা। বিশ্বের দরবারে নিজেদের তুলে ধরেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।''