নিজস্ব প্রতিবেদন: রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় ভোটারদের মন জয় করেছিলেন নরেন্দ্র মোদী। পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবের মুখ দেখেনি। এখনও আদালতে বিচারাধীন অযোধ্যা মামলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এই পরিস্থিতিতে রাম জন্মভূমি অযোধ্যায় পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১ মে তিনি সেখানে নির্বাচনী প্রচারে যাবেন। ২০১৪ সালে নির্বাচনী প্রচারের সময় সেখানে গিয়েছিলেন। তার পর এই প্রথম অযোধ্যায় যাচ্ছেন তিনি।


আরও পড়ুন: প্রিয়ঙ্কা নন, বারাণসীতে মোদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী অজয় রাই


কয়েকমাস আগে রামমন্দির নির্মাণের দাবি ফের জোরদার হয়েছিল। আন্দোলনও শুরু হয়েছিল। গলা মিলিয়েছিল এনডিএ-তে বিজেপির শরিক শিবসেনাও। কিন্তু সুপ্রিম কোর্ট মধ্যস্থতাকারীদের হাতে অযোধ্যা মামলার ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের ভার তুলে দেওয়ার পর থেকে আবার সব শান্ত হয়ে গিয়েছে।


এই অবস্থায় নরেন্দ্র মোদী অযোধ্যার মাটিতে দাঁড়িয়ে ঠিক কী বলেন, সেই অপেক্ষায় রয়েছে গোটা দেশ।


আরও পড়ুন: সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন, আতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে


প্রসঙ্গত, মে মাসের প্রথমদিন মোদী সভা করবেন অযোধ্যা জেলার মায়াবাজারে। ওই এলাকা থেকে রাম জন্মভূমির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। অযোধ্যা ফৈজাবাদ লোকসভার মধ্যে পড়ে। পাশেই রয়েছে আম্বেদকরনগর লোকসভা কেন্দ্র। ওই দুটি আসনের প্রচারেই সেদিন মোদী যাচ্ছেন অযোধ্যায়।


বিজেপির তরফে মোদীর সভার বিষয়ে ঘোষণা করার পর থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। যে কেন্দ্রগুলির প্রচারে মোদী যাচ্ছেন, সেখানে ভোটগ্রহণ ৬ মে। প্রধানমন্ত্রী নিজেও উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসনের প্রার্থী। ওই কেন্দ্রে নির্বাচন ১৯ মে।


আরও পড়ুন: জইশের টার্গেটে আদিত্যনাথ-কেজরিওয়াল; ধর্মীয় স্থান-রেলস্টেশন, উত্তরপ্রদেশে জারি হাই অ্যালার্ট


ওই কেন্দ্রেরই সাংসদ মোদী শুক্রবার মনোনয়ন জমা দেবেন। তার আগে মিছিলও করবেন। সেই মিছিলে এনডিএ-র একাধিক শরিক দলের নেতা ও দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়া আজ, বৃহস্পতিবার বারাণসীতে গঙ্গা আরতিও করবেন প্রধানমন্ত্রী।