প্রিয়ঙ্কা নন, বারাণসীতে মোদীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী অজয় রাই
টিকিট না পেয়ে এক সময় দল ছাড়েন বিজেপির ছাত্রনেতা অজয় রাই। যোগ দেন সমাজবাদী পার্টিতে। এরপর ২০১৪ সালে ফেল শিবির বদল করেন বারাণসী থেকে লড়াই করেন মোদীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত বারাণসীতের দলের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রিয়ঙ্কা নয়, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন অজয় রাই।
আরও পড়ুন-কলম্বো লাগোয়া শহরে ফের বিস্ফোরণ, আতঙ্ক ফিরল শ্রীলঙ্কায়
লোকসভা নির্বাচনে এবার পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে রয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেসের হারানো জমি ফিরে পেতে এবার তাঁকেই ময়দানে নামিয়েছে কংগ্রেস।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই রাজনৈতিক মহলে জল্পনা ছিল মোদীর বিরুদ্ধে বারাণসীতে প্রিয়ঙ্কাকেই দাঁড় করাবে কংগ্রেস। প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন খোদ প্রিয়ঙ্কাও।
বারাণসীতে প্রিয়ঙ্কার প্রার্থীপদ নিয়ে রহস্য জিইয়ে রেখেছিলেন রাহুল গান্ধীও। প্রিয়ঙ্কার প্রার্থী হওয়ার প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে তিনি সম্প্রতি মন্তব্য করেন, প্রিয়ঙ্কাই এনিয়ে সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন-সুপার স্পেশালিটি হাসপাতালে বেড থেকে পড়ে মৃত্যু রোগিনীর
২০১৪ সালেও বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অজয় রাই। সেবার তিনি ছিলেন তৃতীয় স্থানে।
কে এই অজয় রাই? টিকিট না পেয়ে এক সময় দল ছাড়েন বিজেপির ছাত্রনেতা অজয় রাই। যোগ দেন সমাজবাদী পার্টিতে। বিজেপির টিকিটে তিনবার বিধায়ক নির্বাচিত হন। কিন্তু লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে চলে যান সমাজবাদী পার্টিতে। ২০০৯ সালে বারাণসী থেকে লোকসভা নির্বাচনে লড়াই করেন। এরপর বনিবনা না হওয়ায় নির্দল হিসেবে নিজের আসনে লড়াই করে ফের বিধায়ক নির্বাচিত হন। এরপর ফের শিবির বদল করেন। ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে বারাণসী থেকে লড়াই করেন মোদীর বিরুদ্ধে। কিন্তু সুবিধে করতে পারেননি একেবারেই। আম আদমী পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের থেকেও কম ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন অজয় রাই।