Bank Strike: চলতি সপ্তাহে বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্যাহত হবে ATM পরিষেবাও
আগামী ১৬ ও ১৭ই ডিসেম্বর দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট।
নিজস্ব প্রতিবেদন: বছর শেষ হওয়ার আগেই ফের ধর্মঘটের ডাক। আবারও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। চলতি সপ্তাহেই ২ দিনের ব্যাঙ্ক ধর্মঘট ডাকা হয়েছে। এর ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে বলে জানান হয়েছে। ব্যাঙ্ক বেসরকারিকরণের চেষ্টার প্রতিবাদে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। আগামী ১৬ ও ১৭ই ডিসেম্বর দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট।
ধর্মঘটের ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (State Bank of India) ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে বলে আগে থেকেই জানান হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর, AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI- সহ একাধিক সংগঠনের ডাকে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। এর জেরে ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম বাধাপ্রাপ্ত হতে পারে।
আরও পড়ুন, Indian Currency: গান্ধী নয় নেতাজি! ভারতীয় নোটে কার ছবি? মামলা হাই কোর্টে
উল্লেখ্য, এর আগেও ১১ ও ১২ তারিখ বন্ধ ছিল এসবিআই-এর (State Bank Of India) ব্যাঙ্কিং পরিষেবা। ইন্টারনেট ব্যাঙ্কিং-সহ YONO, YONO Lite, YONO Business, UPI সমস্ত পরিষেবা বন্ধ ছিল। প্রযুক্তিগত কারণে ১১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ১২ ডিসেম্বর ভোর সাড়ে চারটে পর্যন্ত সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।
তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, আমরা আমাদের সমস্ত কর্মীদের পরামর্শ দিচ্ছি ব্যাঙ্ক ধর্মঘটের দিনেও আমাদের সমস্ত শাখা ও অফিসগুলিতে স্বাভাবিক ভাবে যেন কাজকর্ম চালিয়ে যেতে পারি। তবে ধর্মঘটের রেশও ভালভাবে পড়তে পারে। যার ফলে ব্যাঙ্কের কাজেও ব্যাঘাত ঘটতে পারে। শুধু তাই নয়, এসবিআই-এর তরফে আরও জানানো হয়েছে, যে ধর্মঘটের সময়ে যেন শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম করা যায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।