জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: NEET নিয়ে যখন বিতর্ক তু্ঙ্গে, তখন বাতিল NET পরীক্ষাও! কেন? গত ১৮ জুন পরীক্ষা হয়েছিল। তারপরের দিন অর্থাৎ ১৯ জুন একাধিক অভিযোগ জমা পড়ে ইউজিসিতে। তারপরেই এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Ayodhya: রামমন্দিরে রক্তপাত? কেন গুলি চলল রামলালার চোখের সামনে?


একটি ডাক্তারির প্রবেশিকার পরীক্ষা, আর কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের। NEET পরীক্ষা নিয়েছিল যে সংস্থা, সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি-ই ছিল  NET দায়িত্বেও। বিজ্ঞপ্তিতে উল্লেখ, 'স্বচ্ছ্বতা বজায় রাখতে এবছর NET পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। স্রেফ নতুন করে পরীক্ষা নেওয়াই নয়, গোটা বিষয়টির তদন্তভার দেওয়া হচ্ছে সিবিআইকে'। 


এদিকে ডাক্তারি পড়ার জন্য় এখন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হয় পড়ুয়া। পোশাকি নাম, NEET। সম্প্রতি সেই পরীক্ষার ফল প্রকাশের পরই ক্ষোভ চরমে। ফের পরীক্ষার নেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে ক্রান্তিকারি যুব সংস্থান(কেওয়াইএস), বিএপিএসএ, এসএফআই, আইসা-সহ বহু সংগঠন।


নিট হয় ৭২০ নম্বরের। ৪ নম্বরের ১৮০টি প্রশ্ন থাকে। এবার নিট-এ বসেছিলেন ২৪ লাখ পরীক্ষার্থী। ফলাফলে দেখা যাচ্ছে ফুল মার্কস ৭২০ মধ্যে ৭২০ পেয়েছেন মোট ৬৭ জন। অর্থাৎ এইমসের মতো প্রতিষ্ঠানেও সবাই সুযোগ পাবে না। কেউ কেউ পেয়েছেন ৭১৮ কিংবা ৭১৯। এখন কেউ যদি কোনও প্রশ্নের উত্তর যদি না লেখেন, সেক্ষেত্রে ৪ নম্বর কম পাওয়ার কথা। আবার ভুল উত্তর লিখলে বাদ যাবে ৫ নম্বর। সেক্ষেত্রে প্রাপ্ত নম্বর হবে ৭১৬ কিংবা ৭১৫। তাহলে ৭১৮ কিংবা ৭১৯ নম্বর পাওয়া কীভাবে সম্ভব? মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে।


ন্যাশনাল টেস্টিং এজেন্সি এজেন্সি ও কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। অবসরকালীন বেঞ্চের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি এসভিএন ভাট্টির তীক্ষ্ণ পর্যবেক্ষণ, "যদি কারও পক্ষ থেকে ০.০০১ শতাংশ ত্রুটি থাকে তবে পুঙ্খানুপুঙ্খভাবে তার মোকাবেলা করা উচিত।" বিচারপতিরা এনটিএকে বলেছন, - NEET UG ২০২৪ পরীক্ষা পরিচালনায় কোনও ভুল থাকলে তা স্বীকার করতে হবে। আরও বলা হয়, "পরীক্ষা পরিচালনা করছে এমন একটি সংস্থা হিসাবে, আপনাদের অবশ্যই ন্যায্য আচরণ করতে হবে। যদি কোনও ভুল থাকে, ভুল স্বীকার করে নিন। সমাধান করুন। এমন করলে অন্তত আপনাদের কর্মক্ষমতার প্রতি আস্থা থাকবে। আদালত এনটিএ-র কাছ থেকে সময়োপযোগী পদক্ষেপ আশা করে।"


আরও পড়ুন:  Dead Frog in a packet of Chips: ফের বিপত্তি! নামী সংস্থার চিপসের প্যাকেটে এবার মরা ব্যাঙ! ছড়াল আতঙ্ক...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)