নিজস্ব প্রতিবেদন: AAP নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বুধবার জানিয়েছেন যে আগামী সপ্তাহে পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য তার দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরণজিৎ সিং চান্নির (Charanjit Singh Channi) নেতৃত্বাধীন সরকারকেও নিশানা করেছেন। তিনি পঞ্জাবের বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয় হোক বা সাধারণ মানুষের নিরাপত্তা, সব নিশ্চিত করা হবে।


গত বছর, আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ঘোষণা করেন যে ২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন শিখ সম্প্রদায়ের মানুষ।


আরও পড়ুন: PM Security Lapse Committee: অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 5 সদস্যের প্যানেল গঠন করল শীর্ষ আদালত


পঞ্জাব বিধানসভা নির্বাচন হবে ১৪ ফেব্রুয়ারি। ভোট গণনা হবে ১০ মার্চ। গত কয়েক বছর ধরে পঞ্জাবকে লুঠ করার অভিযোগে কংগ্রেস এবং বাদল পরিবারের নিন্দা করেন দিল্লির মুখ্যমন্ত্রী।


কেজরিওয়াল আরও বলেন, "কংগ্রেস এবং বাদল পরিবারের মধ্যে গত কয়েক বছর ধরেই জোট রয়েছে। কংগ্রেস এবং বাদল পরিবার উভয়েই পঞ্জাবকে লুঠ করে চলেছে। এটা এখন শেষ হবে। পঞ্জাবের সমৃদ্ধি হবে এবং পঞ্জাবের জন্য ভাল সময় আসতে চলেছে।"


কেজরিওয়াল বলেছেন, আসন্ন নির্বাচনের পরে AAP সরকার গঠন করবে। তারপরেই আইনশৃঙ্খলা বজায় থাকবে পঞ্জাবে। তিনি আরও বলেন  AAP সরকার করলে রাজ্যে শান্তি থাকবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)