করোনা মোকাবিলায় তেমন কার্যকরী নয় নাইট কার্ফু বা আংশিক লকডাউন, মত হর্ষ বর্ধনের
স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় সরকার এখন আরও ভাল ভাবে প্রস্তুত।
নিজস্ব প্রতিবেদন: ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। মহারাষ্ট্র, পঞ্জাব, গুজরাটে ক্রমশ বেড়ে যাচ্ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃত্যুর হার।
এই পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু রাজ্যে চলছে নাইট কার্ফু, কোথাও আংশিক লকডাউন। কিন্তু শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন এর কোনওটাই করোনা নিয়ন্ত্রণে তেমন কার্যকরী নয়, টিকাকারণই একমাত্র পথ।
আরও পড়ুন: আগামী সপ্তাহে ব্যাঙ্ক খোলা থাকবে শুধু ২ দিন
স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Central Health Minister Harsh Vardhan)বলেন, শারীরিক দূরত্ব ভাইরাসের ছড়িয়ে পড়া রোধ করতে পারে। তবে নাইট কার্ফু (night curfew)বা সপ্তাহ-শেষে আংশিক lockdown এ ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না। তিনি বলেন, সরকার টিকাকরণ (vaccination)আরও জোরদার করার কথা ভাবছে। জানান, কমানো হচ্ছে ভ্যাকসিনের বয়সসীমাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আরও বলেন, করোনা মোকাবিলায় সরকার এখন আরও ভাল ভাবে প্রস্তুত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর মতে, বর্তমানে দেশে ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এই ভ্যাকসিনগুলির পরীক্ষা বিভিন্ন পর্যায়ে রয়েছে। এ জাতীয় পরিস্থিতিতে আশা করা যায়, শীঘ্রই দেশে আরও বেশি ভ্যাকসিন পাওয়া যাবে।