Air India নিয়ে কেন্দ্রের কড়া সিদ্ধান্তের কথা শোনালেন কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী
Mar 27, 2021, 16:28 PM IST
1/5
দেনায় ডুবে থাকা এয়ার ইন্ডিয়া নিয়ে এবার কড়া কথা শোনালেন কেন্দ্রীয় অসমারিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী। Air India-র একশো শতাংশ বিলগ্নিকরণ করতে হবে। সরকারি এই বিমান পরিবহন সংস্থার বর্তমান যে অবস্থা তাতে একে নতুন ঠিকানা খুঁজে নিতেই হবে।
2/5
এয়ার ইন্ডিয়া-কে যারা কিনতে চান তাদের ৬৪ দিনের মধ্যে আবেদন করতে হবে।
photos
TRENDING NOW
3/5
সংবাদসংস্থাকে হরদীপ পুরী বলেন, আমরা এয়ার ইন্ডিয়ার একশো শতাংশ শেয়ার বিক্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কারণ এই মূহুর্ত আমার এই সংস্থা বিক্রি করে দেওয়া কিংবা এটিকে বন্ধ করে দেওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছি।
4/5
পুরী আরও বলেন, সম্পত্তি হিসেব এয়ার ইন্ডিয়া অত্যন্ত দামী। তবে এর ঘাড়ে ৬০,০০০ কোটি টাকা দেনা রয়েছে।
5/5
গত বাজেটেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়ে দেন এয়ার ইন্ডিয়া ও পবন হংস বিক্রির প্রক্রিয়া আগামী বাজেটের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে সরকারি এই বিমান সংস্থার বিক্রি এখন সময়ের অপেক্ষা বলা যেতে পারে।