ফের জারি মৃত্যু পরোয়ানা, নির্ভয়াকাণ্ডে ৪ দোষী সাব্যস্তের ফাঁসি ৩ মার্চ
এনিয়ে তিনবার জারি হল পরোয়ানা
নিজস্ব প্রতিবেদন: নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ৪ দোষী সাব্যস্তের ফাঁসি হবে আগামী ৩ মার্চ সকাল ৬ টায়। সোমবার এমনই পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।
আরও পড়ুন-আন্দোলনের অধিকার থাকলেও তা কারও অসুবিধের কারণ হতে পারে না: সুপ্রিম কোর্ট
এদিন ওই মৃত্যু পরোয়ানা জারি করেন, অতিরিক্ত সেশন জাজ ধর্মেন্দ্র রানা। আসামী মুকেশ কুমার সিংয়ের এক আবেদনে শুনানির পর ওই রায় দেন বিচারক।
উল্লেখ্য, এর আগেও ২ বার ৪ দোষী সাব্যস্তের মৃত্যু পরোয়ানা জারি করে আদালত। কিন্তু আইনি মারপ্যাঁচে তা কার্যকর করা যায়নি। এদিন তিহার জেল কর্তৃপক্ষ আদালতে জানিয়ে দেয়, ৩ আসামী ইতিমধ্যেই তাদের সব আইন প্রক্রিয়া শেষ করেছে। ওই কথা শোনার পরই ফাঁসির দিন ঠিক করে আদালত।
এদিকে, তিহার জেলে অনশন করছে নির্ভয়াকাণ্ডের আসামী বিনয় শর্মা। তার আইনজীবী আদালতে জানান, জেলে বিনয়কে মারধর করা হয়েছে। তার মাথায় আঘাত রয়েছে। বর্তমানে সে মানসিক অসুখে ভুগছে। এই অবস্থার বিনয়ের ফাঁসি দেওয়া যায় না।
আরও পড়ুন-আগামিকাল থেকে মাধ্যমিক, বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা
অন্যদিকে, আসামী পবন গুপ্তার আইনজীবী আদালতে জানান, পবন তার কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে পাঠাতে চায়। পাশাপাশি রাষ্ট্রপতির কাছেও প্রাণভিক্ষার আবেদন করতে চায়।
উল্লেখ্য, পবন গুপ্তাই একমাত্র আসামী যে এখনও পর্য্নত কোনও কিউরেটিভ পিটিশন দাখিল করেনি।