ওয়েব ডেস্ক : বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন নীতীশ কুমার। এর ফলে গত কয়েকদিন ধরে তেজস্বী যাদবের পদত্যাগ নিয়ে উদ্ভূত পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল। আজ বিহারের রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন নীতীশ কুমার। ইস্তফা গ্রহণ করেছেন রাজ্যপাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IRCTC টেন্ডার দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে RJD প্রধান লালু প্রসাদ যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু জায়া রাবড়ি দেবি, ছেলে তথা বিহারের বর্তমান উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও মেয়ে মিশা ভারতীর। এই ঘটনাকে কেন্দ্র করে বিহারে RJD ও JD(U) জোট ধাক্কা খায়। ক্রমাগত নীতীশ কুমারের ওপর চাপ আসতে থাকে জোটে থাকা RJD-কে নিয়ে। এরপরই নীতীশ সরকার পক্ষ থেকে তেজস্বীকে বলা হয়, উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার সরকারে ফিরে আসার জন্য।


বিষয়টি ইগোতে নিয়ে বসেন লালু প্রসাদ যাদব। জোটের ভবিষ্যত নিয়ে দেখা দেয় সংশয়। লালু প্রসাদ সাফ জানিয়ে দেন, এই ইস্যুতে তেজস্বী কোনওভাবেই পদত্যাগ করবেন না। এই অবস্থায় বিহারবাসীর কাছে নিজের ইমেজ ধরে রাখতেই এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে নীতিশ পদত্যাগ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।


আরও পড়ুন- বিহার জোটে ফাটল ধরাতে নীতীশকে লালু সঙ্গত্যাগের বার্তা মোদীর