নিজস্ব প্রতিবেদন: লকডাউনের পর দেশে বিমান পরিষেবা চালু হলে বেশকিছু নতুন নিয়ম চালু করার কথা ভাবছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এর মধ্যে রয়েছে-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

# কেবিন ব্যাগ নেওয়া যাবে না।


# আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে থাকতে হবে।


আরও পড়ুন-প্রধানমন্ত্রীর ভাষণে করা হতে পারে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা, দেখে নিন এক নজরে


# বিমান ছাড়ার ২ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছতে হবে।


# দেহের তাপমাত্রা পরীক্ষা করা হবে প্রত্যেক যাত্রীদের।


# ওই স্টান্ডার্ড অপরেটিং প্রসেস নিরাপত্তা বাহিনীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।


# এদিকে, বিমান পরিবহন মন্ত্রকের ওই চিন্তাভাবনার মধ্যে রয়েছে তিনজনের বসার সিটের মাঝের সিটটি ফাঁকা রাখার বিষয়টি। তা না হলে সোশ্যাল ডিস্টানসিং থাকবে না।


আরও পড়ুন-করোনার জেরে বাড়তে চলেছে বাসের ভাড়া, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 


# বিমান ছাড়ার আগে একটি প্রশ্নপত্র যাত্রীদের দেওয়া হবে। সেখানে ঘোষণা করতে হবে গত এক মাস আগে তিনি কোয়ারেন্টিনে ছিলেন না।