নিজস্ব প্রতিবেদন: ২০১৯-২০ অর্থবর্ষের সময়সীমা বাড়ছে না। নিয়ম মেনে ৩১ মার্চ শেষ হবে চলতি অর্থবর্ষ। বিজ্ঞপ্তি দিয়ে সব জল্পনাকে উড়িয়ে দিল অর্থমন্ত্রক। অর্থবর্ষের সময়সীমার খবর ভিত্তিহীন।  কোনও বর্ধিকরণ হচ্ছে না। জানানো হয়েছে নির্মলা সীতারামনের মন্ত্রক থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অর্থমন্ত্রক জানিয়েছে, ইন্ডিয়ান স্ট্যাম্প আইনে কিছু সংশোধনী প্রসঙ্গে জারি করা প্রজ্ঞাপনে বিভ্রান্তি তৈরি হয়েছে। শুধুমাত্র স্ট্যাম্প ডিউটির মেয়াদকাল জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর জন্য ইন্ডিয়ান স্ট্যাম্প ডিউটি আইন সংশোধন করা হয়। 


আরও পড়ুন- আতঙ্ক ছড়াচ্ছে দিল্লি নিজামুদ্দিনের ধর্মীয় সভা! করা হল ১০০ জনের COVID-19 টেস্ট


এই নতুন প্রক্রিয়া ২০২০ সালের ১ এপ্রিল থেকে কার্যকর করার সিদ্ধান্ত ছিল। তবে বর্তমান পরিস্থিতির কারণে তা ১ লা জুলাই পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে। এর সঙ্গে অর্থবর্ষের কোনও সম্পর্ক নেই।
যদিও সব শিল্পপতিরা কোভিড -১৯-এর প্রাদুর্ভাবের ফলে অর্থনৈতিক প্রভাব বিবেচনা করে  অর্থবছরের মেয়াদ তিন মাস বাড়ানোর দাবি জানিয়ে চলেছেন।