খুলছে না আকাশপথ, ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা
তবে `বন্দে ভারত` মিশনের অন্তর্গত বিশেষ বিমান চলবে। তার মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।
নিজস্ব প্রতিবেদন: ভারতে ১৫ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা আন্তর্জাতিক উড়ান পরিষেবায়। এমনই খবর মিলেছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে। তবে এ-ও স্পষ্ট করে জানানো হয়েছে এর প্রভাব পড়বে না কার্গো বা অন্যান্য বিমানের উপর যাদের ডিজিসিএ অনুমোদন রয়েছে।
দেশে করোনার বাড়বাড়ন্তকে মাথায় রেখেই আপাতত আন্তর্জাতিক বিমান পরিষেবা সচল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডিজিসিএ। ২৫ মে থেকে দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা সচল হয়েছে। তবে "বন্দে ভারত" মিশনের অন্তর্গত বিশেষ বিমান চলবে। তার মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।
আরও পড়ুন: উত্তাল উপত্যকা! সংঘর্ষে নিহত এক বালক, শহিদ এক জওয়ান, খতম তিন জঙ্গি
কয়েকদিন আগে অসামরিক বিমানমন্ত্রী হরদিপ সিং পুরী জানিয়েছিলেন সরকার বিমান পরিষেবা চালু করবে। কিন্তু টুইট করে অসামরিক বিমানমন্ত্রী জানিয়েছেন,"গন্তব্য দেশগুলিকে বিমান অবতরণের অনুমতি দিতে হবে।" তিনি এ-ও বলেছেন, "বিমান পরিষেবার উচ্চ চাহিদার জন্য আমি পর্যালোচনা করে দেখেছি বিশ্বে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।" বেশিরভাগ দেশই ১০ শতাংশের কম আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক করতে পেরেছে এবং তাঁরা শুধুমাত্র নিজের দেশের নাগরিককেই ঘরে ফেরাচ্ছে। কয়েকটি দেশ অবতরণের অনুমতি দিলেও আইসোলেশনে কড়া বিধিনিষেধ কায়েম করেছে।