নিজস্ব প্রতিবেদন: লাদাখে চিনা সেনার অনুপ্রবেশের অভিযোগ নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। শনিবার এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, লাদাখের ডেমচক সেক্টরে কোনও চিনা সেনা অনুপ্রবেশ করেনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সরকারি হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার প্রৌঢ়র ঝুলন্ত দেহ, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা


গত ৬ জুলাই দলাই লামার জন্মদিনে লাদাখের ডেমচক সেক্টরে চিনা সেনা ঢুকে পড়ে বলে অভিযোগ ওঠে। সেখানে জন্মদিনের অনুষ্ঠান পালনের সময়ে তিব্বতের পতাকা দেখানো হয় বলেও অভিযোগ ওঠে। এই বিষয়টিই স্পষ্ট করে দেন সেনাপ্রধান।



বিপিন রাওয়াত বলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা সেনা তাদের নিজেদের সীমানায় টহল দিতে এসেছিল। এদিন এলাকার মানুষজন একটি অনুষ্ঠান পালন করছিলেন। নিয়ন্ত্রণরেখার উল্টো দিকেও উজ্জাপন হচ্ছিল। ওই অনুষ্ঠানেই সামিল হয়েছিলেন কয়েকজন চিনের নাগরিক। তবে কোনও অনুপ্রবেশ ঘটেনি। সবকিছু ঠিকঠাক রয়েছে।’


আরও পড়ুন-৪৮ ঘণ্টাতেই অবস্থান 'বদল', কাঁচড়াপাড়া পুরসভায় প্রেস্টিজ ফাইট 'জয়' তৃণমূলের


সেনাপ্রধান আরও বলেন, কোনও দেশের নাগরিক যখন সীমান্ত পেরিয়ে আসেন তখন তাঁদের সঙ্গে সেনাও থাকে। তারা তাদের নাগরিকদের ওপরে নজর রাখে। আমাদের দেশের নাগরিকও সীমানার দিকে গেলে তাদের ওপরে নজর রাখে আইটিবিপি।