ওয়েব ডেস্ক:  দলের কোন্দল ঢাকতে মোদী, ‌যোগীকে নিশানা করলেন প্রাক্তন সপা প্রধান মুলায়ম সিং ‌যাদব। সোমবার লখনউয়ে এক সাংবাদিক সম্মেলনে মুলায়ম বলেন, ‌যোগীর আমলে রাজ্যে মেয়েদের কোনও নিরাপত্তা নেই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পেসে মেয়েরা হামলার শিকার হচ্ছেন। সপা আমলে বহু কর্মসংস্থান হয়েছে। ‌যোগীর সময়ে তা বন্ধ হতে চলেছে। কোনও প্রতিস্রুতিই পূরণ করেনি ‌যোগী সরকার। কেন্দ্রে মোদী সরকারের আমলে দেশের কোনও সমস্যার সমাধান হয়নি। বরং সাম্প্রদায়িক সমস্যা বেড়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পঞ্চমীতে সেন্স হারাল সেনসেক্স, নিফটিও পড়ল মুখ থুবড়ে


এদিনের সাংবাদিক সম্মেলনের দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। জল্পনা ছিল, এদিনই মুলায়ম তাঁর নতুন দল গড়ার কথা ঘোষণা করতে পারেন। কিন্তু সেসবের ধার দিয়ে না গিয়ে মুলায়ম বলেন, নতুন কোনও দল গড়ার পরিকল্পনা তার নেই। অখিলেশের উপরে তাঁর আশীর্বাদ সব সময় থাকবে। কিন্তু ওর বহু সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত নই।


প্রসঙ্গত, রবিবার দলের বৈঠকে আসেননি মুলায়ম ও তাঁর ভাই শিবপাল ‌যাদব। রাজ্য রাজনীতিতে আগে থেকেই জল্পনা ছিল ‌যে নতুন দল খুলতে চান মুলায়ম। ফলে ওই জল্পনা আরও তেজী হয়ে ‌যায়।


আরও পড়ুনবাবার পদত্যাগ! ছেলে জানালেন 'তৃণমূলেই আছি, তৃণমূলেই থাকব"