ওয়েব ডেস্ক: গ্রামে জল নেই, তবে ওয়াইফাই আছে। হ্যাঁ, এমনই অবস্থা দিল্লির কাদিপুর গ্রামের। ২০১৪ সালে নির্বাচনে সদ্য জিতে এসে খুব ঘটা করে এই গ্রাম দত্তক নিয়েছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। দত্তক নেওয়া মাত্রই কাজে হাত দিয়ে দিয়েছেন শ্রী তিওয়ারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মোদীর সৈনিক মনোজ এতটুকু অবহেলা করেননি প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের রূপায়নে। ডিজিটাল ডোরে প্রত্যন্ত গ্রামকেও বেঁধে ফেলার যে দিশা দেখিয়েছেন নমো, সেইমতো দায়িত্ব নিয়ে নিজের দত্তক নেওয়া গ্রামে শ্রী তিওয়ারি গড়ে তুলেছেন নিরবিচ্ছিন্ন ওয়াইফাই পরিষেবা। কিন্তু অপটিক্যাল ফাইবারের সাহায্যে ডিজিটাল বিপ্লব সংঘটিত করতে গিয়ে অবহেলিত হয়েছে পানীয় জল, রাস্তার মতো 'ছোটখাটো' ইস্যু, আক্ষেপ গ্রামবাসীদের। আর তাতেই এখন মহা সমস্যায় কাদিপুরবাসী। ছাতি ফাটা তৃষ্ণা নিয়ে কাদিপুর এখন জলের জন্য ছটফট করছে। গ্রামের রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত খারাপ, চলাচলের অযোগ্য। অথচ সেদিকে নজর নেই গ্রামের 'পিতা' মনোজ তিওয়ারির। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানাচ্ছেন, "যদি ইন্টারনেট পরিষেবার বদলে সরকার এইসব (জল ও রাস্তা) সমস্যার সমাধন করে দিত, তাহলে অনেক বেশি ভাল হত"। কিন্তু ডিজিটাল স্বপ্নে বিভোর সাংসদের কানে কি পৌঁছবে তৃষ্ণার্তের ক্ষীণ কণ্ঠস্বর, সংশয়ে জলহীনতায় সজল চোখগুলো। (আরও পড়ুন- রেজিগনেশন রাজনীতি)