নিজস্ব প্রতিবেদন: ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি থেকে কোনও ভারতীয়ের নাম বাদ পড়বে না। শুক্রবার অসমের বরাক উপত্যকার শিলচরে এক কর্মসূচি থেকে তিনি এই ঘোষণা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দেশবাসীকে বিভ্রান্ত করতে কংগ্রেসের চোখে কুম্ভীরাশ্রু, অভিযোগ নির্মলা সীতারমণের


তাঁর সরকার যে এনআরসির জন্য সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে অবগত, সেকথাও এদিন শোনা যায় মোদীর বক্তৃতায়। তিনি বলেন, ''দশকের পর দশক ধরে এই সমস্যার কোনও সমাধান করা হয়নি। ফেলে রাখা হয়েছিল। আমরাই সুপ্রিম কোর্টে এ নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলাম যাতে সহজে সমস্যার সমাধান করা যায়।''


পাশাপাশি তিনি জানান, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব বিল পাস করতে বদ্ধপরিকর। তিনি বলেন, ''আমার সরকার নাগরিকত্ব বিল পাস করানোর প্রক্রিয়া শুরু করেছে। খুব শীঘ্রই সংসদে এই বিল পাস হয়ে যাবে। এই বিলের বহু মানুষের জীবন ও আবেগ জড়িয়ে রয়েছে। এই বিল কোনও একজন মানুষের স্বার্থে করা হচ্ছে না। এই বিল আসলে বহু মানুষের অতীতের বঞ্চনার জবাব।''


আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকা দিতে পারে মোদী সরকার


প্রসঙ্গত, বিজেপি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে এনআরসি-কে হাতিয়ার করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারও এনআরসিতে নাম তোলার জন্য আবেদনের সময়সীমা ছ'মাস বাড়িয়ে দিয়েছে। চলতি বছর জুনের ৩০ তারিখ পর্যন্ত নাম তোলানোর জন্য আবেদন করা যাবে।


আরও পড়ুন: রাফালের প্রথম যুদ্ধবিমান আসবে সেপ্টেম্বরেই, সংসদে কংগ্রেসকে আক্রমণ প্রতিরক্ষামন্ত্রীর


গত বছর ৩০ জুলাই এনআরসির তালিকা প্রকাশিত হয়। অসমের ৩.২৯ কোটি মানুষের মধ্যে ২.৯ কোটি বাসিন্দার নাম এনআরসি থেকে তালিকায় ছিল। বাকি ৪০ লক্ষের নাম বাদ পড়ে যায়। এনিয়ে দেশজুড়ে বিতর্কও তৈরি হয়।