ওয়েব ডেস্ক: এবার ফেসবুক-কে রান্নার গ্যাস বুকিংয়ের কাজে ব্যবহার করতে চলেছে ইন্ডিয়ান ওয়েল করপোরেশন। এখন থেকে শুধু ফোন বা এসএমএস নয় রান্নার গ্যাস বুক করা ‌যাবে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট থেকেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানিগুলির মধ্যে একমাত্র ইন্ডিয়ান অয়েলই এভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে উদ্দোগ নিয়েছে। গত মাসেই এ ব্যাপারে জানিয়েছিল ইন্ডিয়ান অয়েল।


কীভাবে এলপিজি সিলিন্ডার বুক করবেন-


নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‌যেতে হবে ইন্ডিয়ান ওয়েলের অফিসিয়াল ফেসবুক পেজ @indianoilcorplimited-এ। পাতা খুলে গেলে ক্লিক করুন ‘বুক নাউ’-এ। আপনার ইন্ডেন গ্যাস বুক হয়ে ‌যাবে।


আরও পড়ুন-সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোর নির্দেশিকা, প্রত্যাহার করছে কেন্দ্র!


একইরকম ভাবে টুইটার অ্যাকাউন্ট থেকেও গ্যাস বুক করা ‌যাবে। এক্ষেত্রে টুইটারে রিফিল লিখে  @indanerefill-এ টুইট করতে হবে।


এদিকে, প্রায় প্রতি মাসেই গ্যাসের দাম বাড়িয়ে চলেছে তেল কোম্পানিগুলি। নভেম্বর মাসেই সাড়ে চার টাকা বাড়ানো হয়েছে। সরকারের উদ্দেশ্য হল এভাবেই ২০১৮ সালের মার্চের মধ্যে এলপিজি থেকে ভতুর্কি তুলে দেওয়া।