জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশর পর, এবার  NEET-র সংশোধিত ফল প্রকাশ করল  ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। সঙ্গে মেধাতালিকাও। প্রথম স্থানে ১৭ জন। তাঁদের মধ্যে একজন পড়ুয়া এ রাজ্যের। সকলেরই প্রাপ্ত নম্বর ৭২০।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Mamata Banerjee: 'জোটে সমন্বয় বৈঠক হলে ভালো হত', নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা!


ন্য়াশনাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, NEET-এ প্রথম ১৭ জনের মধ্যে চার জন রাজস্থানের, তিন জন মহারাষ্ট্রের। দিল্লি এবং উত্তরপ্রদেশের দু’জন করে এবং এক জন করে তামিলনাড়ু, কেরল, পঞ্জাব, চণ্ডীগড়, বিহারের। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকার পরীক্ষায় প্রথম স্থানে রয়েছেন বাংলার অর্ঘ্য়দীপ দত্তও।


 ঘটনাটি ঠিক কী? ডাক্তারি পড়ার জন্য় এখন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হয় পড়ুয়াদের। পোশাকি নাম, NEET। কিন্তু সম্প্রতি সেই পরীক্ষার ফল প্রকাশে পর ক্ষোভে চরমে ওঠে পড়ুয়াদের। ফের পরীক্ষার নেওয়ার দাবিতে আন্দোলনে নামে ক্রান্তিকারি যুব সংস্থান(কেওয়াইএস), বিএপিএসএ, এসএফআই, আইসা-সহ বহু সংগঠন। 


NEET-র কারচুপি ও প্রশ্ন ফাঁসের অভিযোগে ৪০ টিরও বেশি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টের।  সেই মামলাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে নির্দেশ ছিল,  'শহর ও কেন্দ্র ধরে NEET-র সামগ্রিক ফল প্রকাশ করুক NTA'। আদালতের পর্যবেক্ষণ, 'একথা স্পষ্ট যে, পরীক্ষার আগেই বিহারের পাটনা এবং হাজারীবাগে প্রশ্ন ও উত্তরপত্র পৌঁছে গিয়েছিল বেশ কিছু পরীক্ষার্থীর কাছে। এখন দেখার সেই প্রশ্ন ফাঁসের ব্যক্তি কতদূর ছিল। কার উপর নির্ভর করবে পুনরায় পরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা। তবে শুধুমাত্র, পরীক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে চাইছেন বলে নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব নয়'।


আরও পড়ুন:  Mumbai:'উদ্ধব ঠাকরে-কে ফাঁসাতে বলেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ'!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)