নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত হল এবছরের JEE Main 2021 এর ফলাফল। সোমবার ফলাফল প্রকাশ করেছে ন্য়াশনাল টেস্টিং এজেন্সি(NTA)। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল(Ramesh Pokhriyal )।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে আগুন, ছড়িয়ে পড়ার আশঙ্কা


পোখরিয়াল(Ramesh Pokhriyal )আজ এক টুইট করে জানিয়েছেন, 'JEE Main February-র ফলাফল প্রকাশিত হয়েছে।  গত বছর পর্যন্ত ৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার তা নেওয়া হয়েছে ১৩টি ভাষায়। দশ দিনে ফলাফল প্রকাশিত হল। এনটিএর(NTA) এটি একটি বড় প্রাপ্তি।'



উল্লেখ্য, এবছর মোট ৬,৬১,৭৭৬ জন পরীক্ষার্থী এবার JEE Main পরীক্ষায় বসেছিলেন। কঠোর করোনা সতর্কতার মধ্যে এবছর ২৩ ও ২৬ ফেব্রুয়ারি ওই পরীক্ষা নেওয়া হয়।


আরও পড়ুন-আজকের মেয়েরা রচনা করুক আগামীর ইতিহাস


কীভাবে ফলাফল জানা যাবে


পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন এনটিএস ওয়েবসাইট jeemain.nta.nic.in থেকে।


ওই সাইটে গিয়ে ক্লিক করতে হবে 'JEE Main 2021 Result' লিঙ্কে।


দিতে হবে অ্যাপ্লিকেশন নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্য।


ওইসব তথ্য দিলেই দেখা যাবে ফলাফল।  সেটি ডাউনলোড করা যাবে, প্রিন্টও নেওয়া যাবে।