Odisha: শেষরক্ষা হল না, প্রয়াত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস
এদিন দুপুরে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে গুলিবিদ্ধ হয়েছিলেন মন্ত্রী। কর্তব্যরত এক পুলিস আধিকারিকই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে তাঁকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: পুলিসের ছোঁড়া গুলি লেগেছিল বুকে! বাঁচানো গেল না ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে। ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নবকিশোর দাস। টুইটে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন দুপুরে গুলি চলে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনগরে। অভিযোগ, গান্ধী চকের কাছে স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস লক্ষ্য করে গুলি চালান ASI পদমর্যাদার এক পুলিস আধিকারিক। মন্ত্রীর বুকে গুলি করা হয় দু'বার। গুরুতর আহত অবস্থায় নবকিশোরকে প্রথমে ভর্তি করা হয় কাছেই একটি বেসরকারি হাসপাতালে। এরপর তড়িঘড়ি বিমানে চাপিয়ে রাজধানী ভুবনেশ্বরে আনা হয় তাঁকে। সেখানকারই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল।
হাসপাতাল সূত্রে খবর, বুকে গুলি লাগায় মন্ত্রীর হৃদযন্ত্রে আঘাত লাগে। আঘাত এতটাই গুরুতর ছিল, যে কৃত্রিমভাবেই হৃদযন্ত্রটিকে সচল রাখা যাচ্ছিল না। বিকেলের থেকে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল দ্রুত। সন্ধ্যায় মৃত্যু হয় নব কিশোর দাসের।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য যিনি গুলি চালিয়েছিলেন, তাঁকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারাই। ওই পুলিস আধিকারিকের নাম গোপাল দাস। তাকে গ্রেফতার করা হয়েছে। কেন এই হামলা? তা স্পষ্ট নয় এখনও।