ওয়েব ডেস্ক : মা ও মেয়ে নাকি সতীন। এমনই নাকি রীতি! শুনেছেন কখনও নাহ্‌ বিদেশ বিভুঁইয়ে নয়, এই দেশেই। ভারতের অসম, নাগাল্যান্ড, মেঘালয় এবং বাংলাদেশেও মান্ডি উপজাতিদের মধ্যে এই প্রথা রয়েছে। এখানে বিয়ে করে শ্বশুরবাড়ি ‌যেতে হয়না মেয়েদের। নিজের বাবাকেই তাঁরা বিয়ে করেন। এখানে মেয়েরা ‌যৌবনে কোনও রঙিন স্বপ্ন দেখেন না। তাঁদের তা দেখতে মানা। তাঁরা তাঁদের বাবাকেই বিকে করার স্বপ্ন দেখে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুনতে অদ্ভত লাগলেও এটাই সত্যি। এটাই তাঁদের রীতি।




বাংলাদেশের মধুপুরের বাসিন্দা অরোলা ডালবোট জানাচ্ছেন তখন তিনি খুব ছোট, তাঁর বাবা মারা ‌যাওয়ায় মা আরেকটা বিয়ে করেন, আর তাঁর মা-র দ্বিতীয় স্বামীকেই বিয়ে করতে হয় তাঁকে।



অরোলা জানাচ্ছে তিনি তাঁর বাবার ঔরসজাত তিন সন্তানের মা, আবার তাঁর মারও দুই সন্তান। এখানে আরও একটি প্রথা রয়েছে ‌যদি অল্প বয়সে মহিলারা বিধবা হন তাহলে তিনি তাঁর স্বামীর পরিবারের কারোর সঙ্গেই আবার বিয়ে করেন।




ভারত ও বাংলাদেশে মিলিয়ে মান্ডি বা গারো উপজাতির প্রায় ২০ লক্ষ মানুষ রয়েছেন।