নিজস্ব প্রতিবেদন: জয়পুরে আরও ৯ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন (Omicron)। আক্রান্তরা একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্য়ে ৪ জন দক্ষিণ আফ্রিকা ফেরত। এই নিয়ে দেশে মোট ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্য়া হল ২১ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবারই মহারাষ্ট্রে আরও ৭ জনের দেহে মিলেছে ওমিক্রন (Omicron)। পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক মহিলা ও তাঁর দুই মেয়ে এবং ওই মহিলার ভাই ও তাঁর দুই মেয়ে রয়েছে। আক্রান্তরা সকলেই নাইজিরিয়া ফেরত। এছাড়াও ফিনল্য়ান্ড ফেরত এক ব্যক্তির দেহেও মিলেছে ওমিক্রন (Omicron) ভাইরাস। শনিবার মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত এক জনের দেহে ওমিক্রন (Omicron) ধরা পড়ে। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন  (Omicron) আক্রান্তের সংখ্যা ৮।  



দেশে করোনার এই প্রজাতির প্রথম সন্ধান মেলে কর্ণাটকে। সেখানে এক চিকিত্সক-সহ ২ জন ওমিক্রনে আক্রান্ত হন।  এরপরই গুজরাটে একজনের দেহে মেলে ওই ভাইরাস। রাজধানী দিল্লিতেও হানা দিয়েছে করোনা ভাইরাসের এই নয়া প্রজাতি। 


আরও পড়ুন: Omicron: মহারাষ্ট্রে আরও ৭ জনের দেহে মিলল ওমিক্রন, আক্রান্ত একই পরিবারের ৬ জন


আরও পড়ুন: Cyclone Jawad: উপকূলে বাড়ছে দুর্যোগ, ঠিক কতটা দূরে এখন 'জাওয়াদ'?


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App