নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন করায় ‘গুরু’ নীতীশকে একহাত নিলেন প্রশান্ত কিশোর
২০১৫ সালে কিসের ভিত্তিতে মানুষ ভোট দিয়েছিল জেডিইউকে ফের মনে করিয়ে দেন প্রশান্ত। গতকাল থেকেই জেডিইউর নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনের বিরোধীতা করেছেন প্রশান্ত
নিজস্ব প্রতিবেদন: নিজের দলকে জনতা দল ইউনাইটেডকে (JDU) টুইট করে আক্রমণ করলেন প্রশান্ত কিশোর। বিষয়, নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। মঙ্গলবার লোকসভায় ওই বিলের সমর্থন করায় নীতীশ কুমারকে একহাত নিলেন তাঁরই দলের নেতা প্রশান্ত কিশোর।
২০১৫ সালে কিসের ভিত্তিতে মানুষ ভোট দিয়েছিল জেডিইউকে ফের মনে করিয়ে দেন প্রশান্ত। গতকাল থেকেই জেডিইউর নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনের বিরোধীতা করেছেন দলের সহ-সভাপতি প্রশান্ত। প্রথম টুইটে নীতীশ কুমারকে মনে করিয়ে দিয়েছেন পার্টি গঠন হয়েছে কিসের ভিত্তিতে। আজ আরেক ধাপ এগিয়ে তিনি প্রশ্ন তুলেছেন দল কি তা ভুলে যাচ্ছে।
আরও পড়ুন- রাজ্যসভায় পেশ নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯, জেনে নিন এক নজরে
গতকাল থেকেই প্রশান্তের এই টুইটে বিদ্ধ জেডিইউ। জেডিইউ লোকসভা এবং রাজ্যসভা দুই জায়গাতেই সি এ বি কে সমর্থন করেছে আর সেখান থেকেই দূরত্ব তৈরি হয়েছে প্রশান্ত এবং দলের ।