নিজস্ব প্রতিবেদন:  মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে তোলপাড় ঝাড়খণ্ডের দুমকা। মাওবাদীদের গুলিতে শহিদ এক এসএসবি জওয়ান। আহত আরও ৪ জওয়ান। চিকিত্সার জন্য তাদের কপ্টারে রাঁচিতে আনা হয়েছে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-লাইনে খেলতে থাকা শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু বাবা-ছেলের  


রবিবার সকালে ঝাড়খণ্ডের রামেশ্বর থানা এলাকায় কাঠালিয়া গ্রামে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায় নিরাপত্তা বাহিনীর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন নীরজ ছেত্রী নামে এক এসএসবি জওয়ান। তাঁর দেহ থেকে বুলেট বের করার সময়েই তাঁর মৃত্যু হয়।



আরও পড়ুন-দক্ষিণে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হবে না, ক্ষোভের আঁচ পেয়েই আসরে কেন্দ্র


দুমকার পুলিস সুপার এয়াই এস রমেশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, গোপন সূত্রে খাবর পাওয়া গিয়েছিল ১৫-২০ জন মাওবাদী রামেশ্বর থানা এলাকার এক গ্রামে লুকিয়ে রয়েছে। এসএসবি জওয়ানরা এলাকায় পৌঁংছালে তাদের সঙ্গে মাওবাদীদের লড়াই শুরু হয়ে যায়।


এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গুলিবিদ্ধ হয়েছে ৪-৫ মাওবাদী।


উল্লেখ্য, গত ২৮ মে ঠিক ওই জঙ্গলেই এক বিস্ফোরণে আহত হয়েছিলেন ২১ জওয়ান। কুচাই এলাকায় ওই বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। আহত জওয়ানরা কোবরা ব্যাটালিয়ন ওঝাড়খণ্ড পুলিসের।