নিজস্ব প্রতিবেদন: দেশের যে কোনও জায়গা থেকে তোলা যাবে রেশন।  এমনটা একটা ব্যবস্থার কথা বহু দিন ধরেই বলে আসছে কেন্দ্র। এবার সেই ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড ব্যবস্থা চালু হচ্ছে ১ জুন থেকেই। পাটনায় জানালেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কলকাতায় থেকে উদ্ধার প্রায় ১০৫ কোটি টাকার হেরোইন, দেখুন


উল্লেখ্য, এর আগে রাম বিলাস পাসোয়ান জানিয়েছিলেন,প্রাথমিকভাবে দেশের ১২ রাজ্যে চালু করা হবে এক দেশে এক রেশন কার্ড নীতি।  ফলে  অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, কেরল, গোয়া, মধ্যপ্রদেশ, ত্রিপুরা ও ঝাড়খণ্ডের বাসিন্দা যে রাজ্যেই থাকুন না কেন তারা একই রেশন কার্ড দেখিয়ে রেশন তুলতে পারবেন।  পরে দেশজুড়েই ওই নীতির কথা ঘোষণা করলেন পাসোয়ান।


আরও পড়ুন-শীতের কামব্যাক রাজ্যে, এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন


নতুন প্রকল্পের আওতায় রাজ্য সরকারগুলিকে বলা হবে রেশন কার্ডের একটি স্টান্ডার্ড ভারসন। সেটি দেখেই নতুন রেশন কার্ড তৈরি হবে।  যারা কাজের প্রয়োজনে বাইরে থাকেন, বিশেষ করে শ্রমিকরা এই ধরনের কার্ডের ফলে বিশেষ সুবিধে পাবেন। কেন্দ্র সরকারের দাবি, ওই ব্যবস্থা চালু হলে আপাতত উপকৃত হবেন  সাড়ে তিন কোটি মানুষ। দেশের ৭৯ কোটি মানুষকে ওই ধরনের রেশন কার্ড দেওয়া হবে।