শীতের 'কামব্যাক' রাজ্যে, এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন

Jan 21, 2020, 09:41 AM IST
1/5

অয়ন ঘোষাল: মিলেই গেল হাওয়া অফিসের পূর্বাভাস। একলাফে এক্কেবারে ৩ ডিগ্রি পতন পারদের।  গতকাল সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ছিল ১৬.৮। আজ সেটাই এসে ঠেকল ১৩.৮-এ।

2/5

বৃহস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। তবে শীতপ্রিয় বাঙালির জন্য আরও সুখবর। সপ্তাহের শেষদিকে ফের তাপমাত্রা কমবে। 

3/5

শনি-রবিবার পারদ পতনে শীতের আমেজ ফিরবে গোটা রাজ্যেই। জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজ উত্তরবঙ্গের বেশকিছু এলাকায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। 

4/5

বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতায়। 

5/5

গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯২ শতাংশ