নিজস্ব প্রতিবেদন: সময়ের সঙ্গে তার মূল্য কমেছে। আর পাঁচটা জিনিসের মতোই ধীরে ধীরে অবলুপ্তির পথে সে। ঘাতপ্রতিঘাত পেরিয়ে ১০০ বছরে পা দিল ১ টাকার নোট। ১৯১৭ সালে আজকের দিনেই অর্থাত্ ৩০ নভেম্বর চালু হয়েছিল ১ টাকার নোট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম এক টাকার নোটে ছিল রাজা পঞ্চম জর্জের ছবি। একমাত্র ১ টাকার নোটই ছাপায় ভারত সরকার। ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে সময় হঠাত্ করে রূপোর দাম বেড়ে যায়। ব্যয় সংকোচনে কাগজের ১ টাকার নোট আনে ব্রিটিশ সরকার। 


১৯২৬ সালে ১ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হয়। ১৯৪০ সালে ফের ফিরে আসে সে। আবার ১৯৯৪ সালে বন্ধ হয়ে নোট ছাপানো। ২০১৫ সালে ছোট্ট এই নোট প্রত্যাবর্তন করে।  


আরও পড়ুন- উত্তর প্রদেশে সবকটি পুরসভাই জিততে চলেছে বিজেপি, ইঙ্গিত বুথফেরত সমীক্ষার


১ টাকার নোট অন্যান্য নোটের চেয়ে আজও আলাদা। অন্যান্য নোটে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর থাকে। ১ টাকার নোটে থাকে অর্থসচিবের স্বাক্ষর। শুধু তাই নয়, আইনিভাবে ১ টাকা মুদ্রা নোট। অন্যান্য অঙ্কের টাকা প্রতিশ্রুতি নোট। অর্থাত্ ওই অঙ্কের রাশিই প্রাপককে দেওয়ার প্রতিশ্রুতি থাকে। ১ টাকার নোট নিয়ে কয়েকটি চমকপ্রদ তথ্য দেওয়া হল- 


- প্রথম বিশ্বযুদ্ধের সময় রুপোর কয়েনের জায়গায় চালু হয়েছিল কাগজের ১ টাকার নোট
- প্রথম ছাপা নোটে ১ টাকার কয়েনের ছবিও দেওয়া হয়েছিল
- প্রথম নোটে স্বাক্ষর ছিল ৩ জন ব্রিটিশ অর্থ সচিবের
- ৩ বার ১ টাকার নোটের ডিজাইন বদলানো হয়েছে। দু'বার তা বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল।  


আরও পড়ুন- মানচিত্র বিভ্রাটে কেঁচো খুঁড়তে কেউটে, পর্ষদ ও তৃণমূলের যোগ?