সোপোরে সেনা তল্লাশিতে নামতেই শুরু গুলির লড়াই, খতম ১ জঙ্গি
ওয়েব ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কাশ্মীরে ফের নিহত এক জঙ্গি। শনিবার সকালে বারামুলার সোপোর টাউনশিপে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলিতে খতম এক জঙ্গি। নিহত জঙ্গির পরিচয় জানা যায়নি।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শনিবার সকালে সোপোরে কয়েকজন জঙ্গির খোঁজে তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। তল্লাশি চলাকালীন নিরাপত্তাবহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। এতেই শুরু হয়ে যায় গুলির লড়াই। গোলাগুলিতে নিহত হয় এক জঙ্গি। অন্যান্য জঙ্গিদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চলছে।
রাজনাথ সিং শনিবারই চারদিনের সফরে জম্মু ও কাশ্মীরে গিয়েছেন। শুক্রবার কাশ্মীর রওনা হওয়ার আগে রাজনাথ জানিয়েছেন, কাশ্মীর সমস্যা সামাধনে তিনি সব পক্ষের সঙ্গেই কথা বলতে চান। এর মধ্যেই এই ঘটনা। ওমর আবদুল্লা অবশ্য রাজনাথের ওই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ। তিনি জানিয়েছেন রাজনাথের ওই সফরে কোনও শান্তির সূত্র মিলবে এমন কোনও আশা তিনি করেন না।
আরও পড়ুন-কাশ্মীর সমস্যা সমাধানে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও কথা বলবে কেন্দ্র! কী বললেন রাজনাথ?