কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও কথা বলবে কেন্দ্র! কী বললেন রাজনাথ?
ওয়েব ডেস্ক: খোলা মন নিয়েই যাচ্ছি। কাশ্মীর সমস্যা সমাধানে সবার সঙ্গেই কথা বলতে চাই। জম্মু ও কাশ্মীরে চারদিনের সফর প্রসঙ্গে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের।
রাজনাথের কাশ্মীর সফর নিয়ে ইতিমধ্যেই টুইটারে মন্তব্য করেছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। টুইটারে, প্রধানমন্ত্রীর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ''গুলি কিংবা গালি দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান আসবে না। একমাত্র কাশ্মীরিদের বুকে জড়িয়ে ধরলেই এই সমস্যার সমাধান হতে পারে।'' ওমর আবদুল্লার মন্তব্যের পর রাজনাথের ওই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল।
J&K: Home Minister Rajnath Singh and CM Mehbooba Mufti held a Prime Minister Package Review Meeting pic.twitter.com/pC0DacuXQE
— ANI (@ANI) September 9, 2017
আগামী চারদিন জম্মু-কাশ্মীর সফরে রাজনাথ যাবেন শ্রীনগর, অনন্তনাগ, রাজৌরি, ও জম্মুতে। এই সময়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলবেন। কিন্তু উপত্যকার কয়েকটি রাজনৈতিক দলের দাবি কাশ্মীর সমস্যা সমাধানে কথা বলতে হবে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও।
I am going there with an open mind and I am willing to meet anyone who will help us in finding solutions to problems facing J&K.
— Rajnath Singh (@rajnathsingh) September 9, 2017
সম্প্রতি রাজনাথ সিং জানিয়েছিলেন, ২০২২ সাল নাগাদ কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে। ফলে, সেই পথে রাজনাথ কতটা এগিয়ে যেতে পারেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।