নিজস্ব প্রতিবেদন: নাগরিকপঞ্জী নিয়ে অশান্তির মধ্যেই রাজ্যে নতুন একটি আইন আনার কথা শোনালেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।  অসমিয়াদের জমি বাঁচাতে আনা হচ্ছে  এই আইন। নতুন এই আইন অনুযায়ী অসমে জনজাতিভুক্ত মানুষের জমি কিনতে পারবেন একমাত্র অন্য জনজাতিভুক্ত মানুষই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মানি ব্যাগ বাঁচিয়ে দিল জীবন! বিক্ষোভ সামলে আসার পর উর্দি খুলে অবাক জওয়ান


হিমন্ত বিশ্বশর্মা বলেন, বরপেটা ও ধুবড়ির মতো জেলায় লক্ষ করা যাচ্ছে অসমের জনজাতিভুক্ত মানুষরা তাদের জমি হারাচ্ছেন।  অর্থনৈতিক কারণে তারা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় তাঁরা চলে যাচ্ছেন তখন তাঁদের জমি অন্যদের হাতে চলে যাচ্ছে। ওইসব জমির মালিক হচ্ছেন যাঁরা তারা আসলে জনজাতিভুক্ত নয়।  নতুন আইন অনুযায়ী অসমের জনজাতিভুক্ত মানুষজন তাদের জমি অন্য জনজাতিভুক্ত মানুষজনকেই জমি বিক্রি করতে পারবেন। এনিয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়।  বিধানসভার পরবর্তি অধিবেশনেই এনিয়ে একটি বিল আনা হবে।



আরও পড়ুন-শীতের প্রকোপ রাজ্যজুড়ে, উত্তুরে হাওয়া জারি থাকবে শহরে


মন্ত্রী বিশ্বশর্মা বলেন,  সংবিদনের ৩৪৫ ধারা সংশোধনের জন্য কেন্দ্রের কাছে আবেদন করবে রাজ্য সরকার। যার ফলে রাজ্যে প্রধান ভাষার মর্যাদা পাবে অসমিয়া ভাষা। তবে ওই সংশোধনী থেকে বাদ দিতে হবে বরাক উপত্যকা, বরোল্যান্ড ও পাহাড়ি এলাকায়।