শীতের প্রকোপ রাজ্যজুড়ে, উত্তুরে হাওয়া জারি থাকবে শহরে

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ আরও একটু নেমে দাঁড়িয়েছে বারো দশমিক চারে। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি নিচে। কাজেই ভালই ঠাণ্ডা টের পাচ্ছে শহরবাসী। 

Reported By: প্রিতম দে | Updated By: Dec 22, 2019, 08:16 AM IST
শীতের প্রকোপ রাজ্যজুড়ে, উত্তুরে হাওয়া জারি থাকবে শহরে
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: আজও দিনভর টের পাওয়া যাবে উত্তুরে হাওড়ার কামড়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ আরও একটু নেমে দাঁড়িয়েছে বারো দশমিক চারে। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি নিচে। কাজেই ভালই ঠাণ্ডা টের পাচ্ছে শহরবাসী। 

সকাল কুয়াশার চাদরে ঢাকা শহর, পরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সূর্যের সামান্য উঁকিঝুঁকিতেই রোদের আশ মেটাতে হবে শহরবাসীকে। আজও সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রির আশেপাশে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রাও ১২ ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন: শিলিগুড়িতে প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি, পলাতক দুষ্কৃতীরা

Tags:
.