নিজস্ব প্রতিবেদন: করোনা অতিমারির জেরে গোটা দেশে দীর্ঘ লকডাউন (Lockdown)। মানুষের হাতে টাকা নেই। আগামীর উৎকণ্ঠা জনমানসে। এমন কঠিন সময়ে দেশকে 'আত্মনির্ভরতা'র (Aatmanirbharta) ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেই 'আত্মনির্ভরতা'ই ২০২০ সালে হিন্দি শব্দ হিসেবে ঠাঁই পেল অক্সফোর্ডের অভিধানে (Oxford Languages)। অক্সফোর্ডের বক্তব্য,'কোভিড-১৯ অতিমারির বিপর্যয় মোকাবিলায় প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব দূর করতে অর্থনীতি, সমাজ এমনকি ব্যক্তিগতস্তরে আত্মনির্ভরতার বার্তা দেন।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অর্থনীতির চাকা বসে যাওয়ায় দেশ ধুঁকছে। প্রধানমন্ত্রী (PM Narendra Modi) তখন এগিয়ে এলেন। 'পারতে হবে, আমরা পারব'- আম আদমির মনোবল বাড়াতে 'আত্মনির্ভর ভারত'-এর মন্ত্র দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই শব্দটি বেছে নিয়েছে কৃতিকা আগরওয়াল, পুনাম নিগম সহায় ও ইমোজেন ফক্সওয়েলকে নিয়ে গঠিত অক্সফোর্ডের ভাষা বিশেষজ্ঞদের প্যানেল। ২০২০ সালে বছরের হিন্দি শব্দ হিসেবে 'আত্মনির্ভরতা' (Aatmanirbharta) বেছে নেওয়ার নেপথ্যে রয়েছে নীতি, মেজাজ ও ফেলে আসা বছরের কর্মকাণ্ডের প্রতিফলন। দীর্ঘমেয়াদী সাংস্কৃতিকভাবে তাৎপর্যও রয়েছে।          


অক্সফোর্ডের (Oxford Languages) মতে, প্রধানমন্ত্রীর ভাষণের পর সর্বজনীন হয়ে উঠেছে 'আত্মনির্ভরতা' (Aatmanirbharta)। বহুল ব্যবহৃত হয়েছে সমাজে।'আত্মনির্ভরতা'র (Aatmanirbharta) বড় সাফল্য, বৃহদাকারে কোভিড ভ্যাকসিনের উৎপাদন শুরু হয়েছে ভারতে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্যাবলোয় আত্মনির্ভর ভারত ও কোভিড-১৯ ভ্যাকসিন (Covid Vaccine) উদ্ভাবনের প্রচার করেছে জৈবপ্রযুক্তি দফতর। 


আরও পড়ুন- 'দেওয়াল নয়, সেতু বানান'; Farmer-দের ঠেকাতে তৈরি নিরাপত্তা বলয়, কেন্দ্রকে তোপ Rahul-এর


অক্সফোর্ড প্রেস ভারতের ম্যানেজিং ডিরেক্টর শিবরামকৃষ্ণণ ভেঙ্কটেশ্বরন বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'এমন একটা অনিশ্চিত বছরে আত্মনির্ভরতা বিভিন্ন অংশের মানুষের মধ্যে অনুরণন সৃষ্টি করেছে। এটা কোভিড বিপর্যয়ের পর অর্থনীতির পুনরুজ্জীবনের পথ হয়ে উঠেছে। একাকিত্ব, পরিবার থেকে বিচ্ছিন্ন,চাকরি হারানো ও অন্যান্য অনিশ্চয়তার বিরুদ্ধে লড়াইয়ে যুবক ও প্রবীণদের আওয়াজকে দৃঢ় করেছে। আত্মবিশ্বাস ও আত্মশক্তিতে বলীয়ান করেছে তাঁদের।'          


আরও পড়ুন- কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে উত্তাল রাজ্যসভা, দিনের মতো মুলতুবি