'দেওয়াল নয়, সেতু বানান'; Farmer-দের ঠেকাতে তৈরি নিরাপত্তা বলয়, কেন্দ্রকে তোপ Rahul-এর
গাজিপুর-মেরঠ হাইওয়ের পাশাপাশি দিল্লি-হরিয়ানা সীমান্তেও বাড়নো হয়েছে পুলিসের সংখ্যা
নিজস্ব প্রতিবেদন: আন্দোলনরত কৃষকদের ঠেকাতে দিল্লি সীমান্তে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিস।
আগামী ৬ ফেব্রুয়ারি দিল্লিতে চাক্কা জ্যাম-এর ডাক দিয়েছে কৃষি আইনের(Farm Laws) বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। রাস্তা খুঁড়ে সেখানে ঢালাই দিয়ে পেরেকে পোঁতা হয়েছে, তৈরি করা হয়েছে কাঁটাতাদের বেড়া ও বিশাল ব্যারিকেড। সেই ছবি পোস্ট করে কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেস নেতা Rahul Gandhi।
আরও পড়ুন-Farmers Protest : ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে Chakka Jam-এর ডাক
দিল্লির সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে ওইসব বেড়া খাড়া করা হয়েছে। পাশাপাশি, গাজিপুর-মেরঠ হাইওয়েতেও তোলা হয়েছে চার লেয়ারের কাঁটাতাদের বেড়া। নিজের টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করে রাহুল গান্ধী লিখেছেন, 'সেতু বানান,দেওয়াল কেন'।
GOI,
Build bridges, not walls! pic.twitter.com/C7gXKsUJAi
— Rahul Gandhi (@RahulGandhi) February 2, 2021
গণতন্ত্র দিবসের(Republic Day) দিন দিল্লিতে ট্রাক্টর মিছিল(Tractor Rally) করে আন্দোলনত কৃষকরা। সেই মিছিল পুলিসের ঠিক করে দেওয়া রুট ভেঙে ঢুকে পড়ে রাজধানীর অন্দরে। দিল্লি পুলিসের সদর আইটিও ও লালকেল্লা তোলপাড় করে কৃষকরা। লালকেল্লার গম্বুজে উঠে টাঙিয়ে দেওয়া হয় ধর্মীয় পতাকা। ওই ঘটনায় আঙুল উঠেছিল পুলিসের দিকে। তার পর আর কোনও ঝুঁকি নিতে রাজী নয় পুলিস। গাজিপুর-মেরঠ হাইওয়ের পাশাপাশি দিল্লি-হরিয়ানা সীমান্তেও বাড়নো হয়েছে পুলিসের সংখ্যা।
আরও পড়ুন-বিজেপিতে Rajib, 'হরিদাস পাল' কটাক্ষ Arup-এর
গত সপ্তাহেই মোদী সরকারে বিরুদ্ধে নতুন করে সরব হয়েছেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, আন্দোলনকারী কৃষকদের উপরে হামলা করে দেশকেই দুর্বল করছে মোদী সরকার। এতে দেশবিরোধী শক্তির হাতই শক্ত করা হবে।