রাজ্যে রাজ্যে `পদ্মাবত`-কে নিষিদ্ধ করার বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রযোজকরা
সেন্সর বোর্ডের ছাপত্রের পরও কীভাবে রাজ্য সরকার কোনও ছবিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে এই প্রশ্নেই আদালতের দ্বারস্থ হয়েছেন `পদ্মাবত`-এর প্রযোজকরা। শুনানির জন্য মামলাটি গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। দ্রুত শুনানির ব্যবস্থা হবে বলেও আশ্বাস মিলেছে আদালতের তরফে।
ওয়েব ডেস্ক: 'পদ্মাবত'-কে নিষিদ্ধ করার রাজ্য সরকারগুলির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সিনেমাটির প্রযোজকরা। সঞ্জয়লীলা বনশালি পরিচালিত এই ছবি নিয়ে শ্যুটিংয়ের সময় থেকেই বিবাদ চলছে। ছবিটি কোনও মতেই মুক্তি পেতে দিতে নারাজ রাজপুতদের সংগঠন করণি সেনা।
দীর্ঘ বিবাদের পর অবশেষে নাম বদল ও বেশ কয়েকটি ছোটখাটো বদলের শর্তে 'পদ্মাবত'-কে মুক্তির অনুমতি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। এর পরই ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে বলে জানান প্রযোজকরা। তবে ছবিটিকে নিজেদের রাজ্যে মুক্তি পেতে দিতে রাজি নন গোবলয়ের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যে 'পদ্মাবত'-কে নিষিদ্ধ ঘোষণা করেছে গুজরাট, রাজস্থান, মধ্য প্রদেশ ও হরিয়ানা।
আরও পড়ুন - মোদী, সাবধান! তেলের দামে বিপদের সংকেত
সেন্সর বোর্ডের ছাপত্রের পরও কীভাবে রাজ্য সরকার কোনও ছবিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে এই প্রশ্নেই আদালতের দ্বারস্থ হয়েছেন 'পদ্মাবত'-এর প্রযোজকরা। শুনানির জন্য মামলাটি গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। দ্রুত শুনানির ব্যবস্থা হবে বলেও আশ্বাস মিলেছে আদালতের তরফে।