ওয়েব ডেস্ক : ফের মানবিকতার নজির দেখাল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে ধরে প্রচার চালানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু তারপরেও এখনও ভারত পাক নাগরিকদের প্রতি সমানভাবেই সহানুভূতি পোষণ করে। হৃদরোগের চিকিত্সা করাতে ভারতে আসতে চেয়ে ৭ বছরের এক পাক শিশুর আবেদনে ফের সাড়া দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তাকে ভিসা মঞ্জুর করা হল ভারতে আসার জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভিসার ব্যবস্থা করে দিন, সুষমাকে ‘মা’ ডেকে আবেদন ক্যান্সার আক্রান্ত পাক মহিলার


এই ঘটনা নতুন নয়। মাসখানের আগেও, ক্যানসার আক্রান্ত পাক নাগরিক ফিজা তনভিরকে ভারতে এসে চিকিত্সা করার সুযোগ করে দেন বিদেশমন্ত্রী। সেই সময় সুষমা স্বরাজকে 'মা' বলে সম্বোধন করেন তনভির।


সীমান্তে বার বার জঙ্গিহানা, কাশ্মীরে সন্ত্রাস ছড়ানো, রাষ্ট্রসংঘে বিরোধিতা করা...ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এহেন আচরণের পরও প্রত্যেকবারই পাক নাগরিকদের জন্য ত্রাতার ভূমিকা পালন করে চলেছেন সুষমা স্বরাজ। সম্প্রতি নিজের ৭ বছরের মেয়ের ওপেন হার্ট সার্জারির জন্য ভারতে আসার আবেদন জানান এক পাক নাগরিক। কার্যত সঙ্গে সঙ্গেই টুইটারে তাঁর আবেদনে সাড়া দেন সুষমা। ভিসা মঞ্জুর করার প্রতিশ্রুতিও দেন। সেই সঙ্গে শিশুটির দ্রুত আরগ্যও কামনা করেন বিদেশমন্ত্রী।