ভিসার ব্যবস্থা করে দিন, সুষমাকে ‘মা’ ডেকে আবেদন ক্যান্সার আক্রান্ত পাক মহিলার
ওয়েব ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত তিনিl চিকিত্সার জন্য আসতেই হবে ভারতেl আর তার জন্য চাই ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্যl আর সেই কারণেই এবার ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চাইলেন পাকিস্তানি নাগরিক ফিজা তনভিরl চিকিত্সার জন্য যাতে ওই মহিলাকে যাতে ভিসা দেওয়া হয়, তার জন্য সুষমা স্বরাজের দ্বারস্থ হলেন তিনিl
এ বিষয়ে সুষমা স্বরাজকে উদ্দেশ্য করে একটি ট্যুইট করেন ফিজা তনভিরl সেখানে তিনি লেখেন, ‘ম্যাম আপনি মাl দয়া করে ভারতে যাওয়ার ভিসার ব্যবস্থা করে দিন আমার জন্যl আমাকে সাহায্য করুন দয়া করেl’ এসবের পাশাপাশি ওই পাকিস্তানি মহিলা ৭০তম স্বাধীনতা দিবসেরও শুভেচ্ছা জানান সুষমা স্বরাজকেl
Thanks for your greetings on India's Independence day. We are giving you the visa for your treatment in India. https://t.co/jThT2KayoZ
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 13, 2017
ফিজা তনভিরের ট্যুইট পাওয়ার পর পরই তাঁকে আশ্বস্থ করেন সুষমা স্বরাজl ভারতে আসার জন্য ফিজা তনভিরকে ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে বলেও আশ্বস্থ করেন সুষমাl সেই সঙ্গে ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর জন্য, ওই পাকিস্তানি মহিলাকে পালটা ধন্যবাদও জানান কেন্দ্রীয় মন্ত্রীl
রিপোর্টে প্রকাশ, ‘অ্যামিলোব্লাসটমা’ নামে এক ধরণের টিউমারে আক্রান্ত ফিজা তনভিরl তার চিকিত্সার জন্যই ফিজার ভারতে আসা প্রয়োজনীয় বলেই সুষমা স্বরাজের কাছে আবেদন করেছেন ওই পাকিস্তানি মহিলাl