নিজস্ব প্রতিবেদন: বিমানহামলার পর কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই ফের ভারতীয় বায়ুসেনার হাতে ধরাশায়ী হল পাকিস্তান। পড়শি দেশের ষড়যন্ত্র বানচাল করে পাক ড্রোন গুলি করে নামাল ভারত। মঙ্গলবার কাকভোরে গুজরাতের কচ্ছ সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামায় ভারতীয় বায়ুসেনা। কী উদ্দেশে ড্রোনটি ভারতে পাঠানো হয়েছিল তা অবশ্য জানা যায়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ভোরে পাক অধিকৃত কাশ্মীরে বিমানহামলা চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গিশিবির। তার পর থেকে হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা ভারত-পাক সীমান্তজুড়ে। হাই অ্যালর্টে রাখা হয়েছে মিসাইল ডিফেন্স সিস্টেমকেও। 


সার্জিক্যাল স্ট্রাইক ২: কী করে একের পর এক জঙ্গি শিবির গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা, দেখুন ছবিতে


এরই মধ্যে ভোর ৬.৩০ মিনিট নাগাদ ভারতীয় রেডারে ধরা পড়ে একটি পাক ড্রোন। সঙ্গে সঙ্গে সেটিতে গুলি করে নামায় ভারতীয় সেনা। ভারতের হামলার সঙ্গে পাকিস্তানের এই ড্রোন পাঠানোর কোনও সম্পর্ক রয়েছে কি না তা অবশ্য জানা যায়নি।