৩০ জন মন্ত্রীকে নিয়ে দ্রাবিড় রাজনীতিতে শুরু পলানিস্বামীর ইনিংস
সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শশীকলা অনুগত ই কে পলানিস্বামী। রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও শপথ বাক্য পাঠ করান নতুন মুখ্যমন্ত্রীকে। শপথ নেন আরও ৩০ জন মন্ত্রী। তবে, ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে পলানিস্বামীকে।
ওয়েব ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শশীকলা অনুগত ই কে পলানিস্বামী। রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও শপথ বাক্য পাঠ করান নতুন মুখ্যমন্ত্রীকে। শপথ নেন আরও ৩০ জন মন্ত্রী। তবে, ১৫ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে পলানিস্বামীকে।
শশীকলার জেলযাত্রার পর সরকার গড়তে কাকে ডাকা হবে তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন রাজ্যপাল। পনীরসেলভম ও পলানিস্বামী দুই শিবিরই কুর্সির দাবি নিয়ে রাজ্যপালের কাছে বারবার দরবার করেন। বুধবার শশীকলা অনুগত পলানিস্বামীকেই সরকার গড়ার জন্য আহ্বান জানান রাজ্যপাল। এআইডিএমকে নেতা থাম্বিদুরাই জানিয়েছেন, নতুন সরকার চলবে আম্মার দেখানো পথেই।
আরও পড়ুন, জেলে মোমবাতি বানাবেন 'কোটিপতি' শশীকলা, দিনমজুরি ৫০ টাকা