নিজস্ব প্রতিবেদন: গত সোমবার থেকে শুরু হয়েছিল বাদল অধিবেশন। তারপর থেকেই বিভিন্ন ইস্যুতে  দফায় দফায় মুলতুবি করে দিতে হয় সংসদের দুই কক্ষের অধিবেশন। জ্বালানির মূল্য়বৃদ্ধি থেকে পেগাসাসকাণ্ডের জেরে কার্যত মুলতুবি হয়ে গিয়েছে সংসদ। বিরোধীদের আক্রমণে কোনঠাসা কেন্দ্র সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজেপি বিরোধীতার সুর চড়া করতে দিল্লিতে বৈঠকে বসেছেন বিরোধী দলগুলি। সেই বৈঠকের সভাপতিত্ব করেছেন লোকসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি। সেই নিয়েই বাড়ল জল্পনা। 


তবে এই জল্পনা উড়িয়ে ডেরেক ও ব্রায়েন জানালেন, বিরোধী ঐক্য একজোটই রয়েছে। এই বৈঠকের শেষে রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন 'আমরা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে পেগাসাস বা কৃষকদের সমস্যা, কোনও বিষয়কেই ছোট করে দেখতে রাজি নই। আমরা সংসদে আলোচনা চাই এই সব ইস্যু নিয়ে।'


আরও পড়ুন, I-PAC সদস্যদের 'হেনস্থা'! ত্রিপুরা পাড়ি ব্রাত্য-সহ প্রতিনিধি দলের, TMC র নিশানায় BJP


বৈঠকের পর সাংবাদিক বৈঠকও করেন বিরোধীরা। রাহুল গান্ধী এদিন বলেন, ''দেশবাসী জানে দেশের গণতন্ত্রের উপর আঘাত হানা হচ্ছে। দেশের সরকার পেগাসাস কিনেছেন? উত্তর দিতে হবে। সরকার বলেছেন সংসদে পেগাসাস প্রসঙ্গে কোনও কথা হবে না। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে।''