নিজস্ব প্রতিবেদন: বিদেশ থেকে আসা ভারতীয়দের জন্য নতুন করে ভাবছে কেন্দ্র। এতদিন বিদেশ থেকে কেউ এলে তাঁর কোভিড টেস্ট হতো ও তাঁকে বাধ্যতামূলকভাবে ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হতো। কোভিড টেস্টের ফল নেগেটিভ হলেও তাঁকে ওই সময় কাটাতে হতো ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'ডাক্তাররা কিচ্ছু জানে না, ওদের থেকে কম্পাউন্ডাররা ভালো', বিতর্কিত মন্তব্য শিবসেনা নেতার


এখন ভাবা হচ্ছে বিদেশ থেকে আগত ভারতীয়দের করোনা টেস্ট নেগেটিভ  হলে তাকে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে গোটা বিষয়টি নির্ভর করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সবুজ সংকেতের ওপরে। তা যদি পাওয়া যায় তাহলে ওই ব্যবস্থা চালু হয়ে যাবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।


আরও পড়ুন-চিকিৎসক হেনস্থায় এবার আরও কড়া রাজ্য, ডক্টরস গ্রিভান্স পোর্টালের অভিযোগ পৌঁছবে সরাষ্ট্র দফতরে


এতদিন বিদেশ থেকে আগত ভারতীয়দের জন্য কিছু ক্ষেত্রে ছাড়া দেওয়া হয়েছিল। গর্ভবতী মহিলা, দশ বছরে র কম বয়সী বাচ্চা নিয়ে এসেছেন এমন মহিলা, যেসব যাত্রীর বাড়িতে কারও মৃত্যু হয়েছে তাদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে ছাড়া দেওয়া হত। তবে বাকীদের ক্ষেত্রে পুরনো নিষেধাজ্ঞা বলবত ছিল। এবার হয়তো তার বদল হতে চলেছে।