নিজস্ব প্রতিবেদন: অনলাইনে ফাঁস হয়ে গেল দেশের ২.৯ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য। শনিবার এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেশের এক অনলাইন গোয়েন্দা সংস্থা। ওইসব তথ্য চলে গিয়েছে ডার্ক ওয়েবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনায় থাবায় কাবু গোটা দেশ, এরকম অবস্থায় পরমাণু পরীক্ষার তোড়জোড় করছেন ট্রাম্প!


Cyble  নামে ওই অনলাইন গোয়েন্দা সংস্থা শুক্রবার সংস্থা তাদের ব্লগে লিখেছে, ভারতের ২.৯ কোটি চাকরি প্রার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে ডার্কওয়েবে। এরকম লিক হওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে তবে এবার অত্যন্ত ব্যক্তিগত তথ্যও বেরিয়ে গিয়েছে।


প্রসঙ্গত, সংস্থাটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বিষয়টি সম্প্রতি সামনে এনেছিল। যেসব ফাইল হ্যাক হয়েছে তার একটি স্ক্রিন শর্টও দিয়েছে সংস্থাটি। বলা হয়েছে এনিয়ে আরও কিছু ঘটলে তাও প্রকাশ করা হবে।


আরও পড়ুন-আমফানের ক্ষত শুকানোর আগেই কলকাতা সহ রাজ্যজুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা


ফাঁস হওয়া তথ্যর মধ্যে রয়েছে দেশের কিছু নামি জব সাইটের তথ্য। ঠিক কোথা থেকে ওই বিপুল তথ্য লিক হল তা খুঁজে দেখার চেষ্টা করছে সংস্থাটি। ওইসব তথ্য নিয়ে সাইবার অপরাধীরা বেশিরভাগ সময়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে। এছাড়াও বিভিন্ন ধরেনর আর্থিক জালিয়াতি ও কর্পোরেট চরবৃত্তি করে থাকে।