আমফানের ক্ষত শুকানোর আগেই কলকাতা সহ রাজ্যজুড়ে ফের বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

May 23, 2020, 12:11 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : চারদিকে ঘূর্ণিঝড় আমফানের ধ্বংসলীলার চিহ্ন ছড়িয়ে। তারমধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

2/5

পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রবিবার। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে। 

3/5

এই ৫ জেলা ছাড়াও উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুরে। পূবালি হাওয়া ও দক্ষিণী হওয়ার জেরে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। আর তার জেরেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

4/5

অন্যদিকে, কলকাতায় শনিবার সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের পর এখনও কলকাতার বহু জায়গায় গাছ পড়ে। ৪ দিন হতে চলল, এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। বিদ্যুৎ নেই বলে, নেই জলও। 

5/5

এদিন সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি।