নিজস্ব প্রতিবেদন: ভারতে করোনার করাল থাবা। সারা দেশে এ পর্যন্ত আক্রান্ত ৩৩২ জন। করোনা মোকাবিলায় রবিবার দেশব্যাপী "জনতা কার্ফু"র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কার্ফু চলাকালীনও শাহিনবাগে চলছিল সিএএ (CAA) বিরোধী প্রতিবাদ। সেই সময় প্রতিবাদ প্রদর্শনকারী দুই গোষ্ঠীর মধ্যে বাধে তুমুল সংঘর্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ধরনা মঞ্চের পাশে পুলিস ব্যারিকেডে কেউ নিক্ষেপ করে পেট্রল বোমা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরেই এই ঘটনা। এমনটাই প্রাথমিক অনুমান পুলিসের।  "জনতা কার্ফু"র  সমর্থনে শাহিনবাগের সামনে বিক্ষোভ দেখান কিছু মানুষ। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আধঘন্টা বাদে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি। বোমা নিক্ষেপ প্রসঙ্গে পুলিসের বক্তব্য, শাহিনবাগ ও জামিয়া বিশ্ববিদ্যালয়ের ৭ নম্বর গেট দু-জায়গাতেই  বোমা ছোড়ে একই ব্যক্তি। তবে, কোনও হতাহতের খবর মেলেনি।


আরও পড়ুন- সুরাটে আরও এক বৃদ্ধের মৃত্যু, ভারতের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭


জানা গিয়েছে বাইকে চড়ে এসেছিল বোমা নিক্ষেপকারী ওই ব্যক্তি। শনিবার  'ইন্ডিয়া ইসলামিক সেন্টার' -এ বিক্ষোভকারীদের নিয়ে বৈঠক করে পুলিস। সেখানেও বাক-বিতন্ডা হয় দুপক্ষের মধ্যে। একদল চেয়েছিল খুলে দেওয়া হোক শাহিনবাগ। অন্য দল ধরনা চালিয়ে যেতে চেয়েছিল। সবকিছু খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিস।