নিজস্ব প্রতিবেদন: পাঁচবছর পর আবার দেশজুড়ে শুরু হয়েছে গণতন্ত্রের উত্সব। সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভোটারদের ভোটদানে উত্সাহ দিতে নানা পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। অনেক সরকারি, বেসরকারি সংস্থাও প্রচার শুরু করেছে ভোটদানে উত্সাহ দিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এবার এগিয়ে এল অল ইন্ডিয়া পেট্রলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন। ভোটদানে উত্সাহ দিতে তাদের তরফে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ।


কী সেই উদ্যোগ? ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, ভোটের দিন পেট্রল-ডিজেলের দামে মিলবে ছাড়। লিটার পিছু ৫০ পয়সা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন: পাকিস্তানের এফ-১৬ ধ্বংস করেছে ভারত, মার্কিন পত্রিকার দাবি ওড়াল বায়ুসেনা


সংগঠনের সর্বভারতীয় সভাপতি অজয় বনশাল জানিয়েছেন, যে এলাকায় ভোট হবে, সেই এলাকায় ছাড় দেওয়া হবে। পেট্রল বা ডিজেল ভরার সময় ভোটদানের প্রমাণ দেখাতে হবে। ভোটদানের প্রমাণ স্বরূপ আঙুলে কালি দেখাতে পারলেই ছাড় দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।


আরও পড়ুন: মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা প্রার্থীর


প্রসঙ্গত, ২০১৮ সালের গোড়ার দিক থেকে প্রায় শেষ পর্যন্ত টানা পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। রোজই প্রায় পেট্রপণ্যের দাম বাড়ত। এ নিয়ে রোজই বিরোধীরা তোপ দাগতেন কেন্দ্রীয় সরকারকে।


একসময় পেট্রল-ডিজেলের দাম ৮০ টাকার উপরে চলে গিয়েছিল। পরে আবার তা কমতে শুরু করে। একটা ৭০ টাকার নিচে নেমে যায় দর। তার পর কোনও দিন বাড়ে আবার কোনওদিন কমে।


আরও পড়ুন: নমোর রাজ্যে বিজেপির প্রচারে ঝড় তুলবেন সিনেমার ‘মোদী’


ফলে এই পরিস্থিতিতে লিটার পিছু ৫০ পয়সা ছাড় পেলে ভোটারদের মধ্যে ভোটদানের উত্সাহ বাড়বে বলেই আশা করা হচ্ছে।