ওয়েব ডেস্ক: আগামী কাল থেকে পেট্রলপাম্পে আর কার্ড ব্যবহার করে দাম মেটানো যাবে না। এমনটাই ঘোষণা হয়েছিল। কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের মধ্যস্থতায় জট কাটল। ব্যাঙ্কগুলো জানিয়ে দেয় তারা অতিরিক্ত ১ শতাংশ পরিষেবা কর নেবে না। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৩ তারিখ পর্যন্ত আপাতত কার্ডে তেল কেনা যাবে। যেহেতু ব্যাঙ্ক প্রতিটি লেনদেনের উপর ১ শতাংশ ট্রানজাক্সান ফি নিচ্ছে তার প্রতিবাদেই পাম্প মালিকরা এমন সিদ্ধান্ত নিয়েছিল। পেট্রোলিয়াম ডিলাররা মনে করছিলেন এই ১% ট্রানজাক্সান ফি তাদের লভ্যাংশকে কমাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যাদবযুদ্ধে নতুন মোড়, এবার সাইকেল নিয়ে বাবা ও ছেলের টানাটানি


দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার ঠিক পরেই নগদ টাকার যে আকাল দেখা গিয়েছিল তা এই মুহূর্তে নেই। ব্যাঙ্ক ও এটিএমগুলোতে নগদের যোগান এখন আগের থেকে বাড়লেও সমস্যাটি পুরোপুরি নির্মূল হয়নি। ফলে, পেট্রলপাম্প ডিলারদের এই সিদ্ধান্তে ভোগান্তি বাড়বে বলে মনে করছিল ওয়াকিবহাল মহল। শেষ পর্যন্ত জটিলতা কাটায়, খুশি সবাই।


আরও পড়ুন  নারীর নিরাপত্তা কি শুধু নারীরই দায়িত্ব?