নারীর নিরাপত্তা কি শুধু নারীরই দায়িত্ব?

বর্ষবরণের রাতে প্রকাশ্য রাস্তায় মহিলাদের ওপর অত্যাচার। গণ শ্লীলতাহানি। সিসিটিভি ফুটেজে নারী নিগ্রহের নগ্ন রূপ। দেশের গর্ব বেঙ্গালুরু আজ জাতীয় লজ্জা। প্রশ্ন উঠছে, নারীর নিরাপত্তা কি শুধু নারীরই দায়িত্ব?

Updated By: Jan 8, 2017, 08:37 PM IST
নারীর নিরাপত্তা কি শুধু নারীরই দায়িত্ব?

ওয়েব ডেস্ক: বর্ষবরণের রাতে প্রকাশ্য রাস্তায় মহিলাদের ওপর অত্যাচার। গণ শ্লীলতাহানি। সিসিটিভি ফুটেজে নারী নিগ্রহের নগ্ন রূপ। দেশের গর্ব বেঙ্গালুরু আজ জাতীয় লজ্জা। প্রশ্ন উঠছে, নারীর নিরাপত্তা কি শুধু নারীরই দায়িত্ব?

এটাই সিলিকন ভ্যালির নগ্ন রূপ। দেখা গেল বর্ষবদলের সন্ধিক্ষণে। বেঙ্গালুরুর MG রোডে নিউ ইয়ার উদযাপন। মাত্র দুই কিলোমিটার লম্বা রাস্তায় একঘণ্টায় পরপর  শ্লীলতাহানি। কংক্রিটের সভ্যতায় বন্য বর্বরতা। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে দেড় হাজার পুলিস কর্মী। তবে লজ্জার আরও কিছু বাকি ছিল। সেই রাতেই কামানাহাল্লির ঘটনা। সমাজের থেকে, নিউ ইয়ারে এই গিফটই পেলেন গভীর রাতে বাড়ি ফেরতা তরুণী।

আরও পড়ুন খাস কলকাতায় মহিলার শ্লীলতাহানি

সময় নিয়ে, বিনা বাধায় তরুণীর ওপর চলল নির্যাতন। রাস্তা দিয়ে যেতে যেতে অনেকেই দেখলেন। কিন্তু, এগিয়ে এলেন না। ফুটেজটি ভাইরাল হতেই তোলপাড় হয়। চার অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিস। কিন্তু, আইন কী করবে? আইন প্রণয়নকারীই তো উল্টো সুর গেয়ে রেখেছেন।

একত্রিশে ডিসেম্বর রাতে MG রোডের উন্মত্ততা নিয়ে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর সাফাই, এমন ঘটনা মাঝে মাঝে হতেই পারে। এককাঠি এগিয়ে সমাজবাদী পার্টি নেতা আবু আজমি। তিনি তো মহিলাদের পোশাককেই দুষেছেন। সৌভাগ্যবশত সকলে এমনটা ভাবেননি। আবু আজমিকে তাঁর পিঙ্ক ছবিটি দেখার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী তাপসী।

আরও পড়ুন নাসিরুদ্দিন শাহ-র প্রাণ বাঁচিয়েছিলেন ওম পুরি

মহিলাদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমির ও শাহরুখও। অক্ষয় কুমার অবশ্য আরও আক্রমণাত্মক।

লিঙ্গ বৈষম্য সন্ত্রাসের পর্যায় চলে গেছে। টুইট করেছেন ক্রুদ্ধ ফারহান আখতার। বরুন ধাওয়ানও তীব্র আক্রমণাত্মক। চিত্রনাট্যকার সেলিম খান প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রীকে। দেশ নাকি ডিজিটাল ইন্ডিয়ার পথে পা বাড়াচ্ছে। সেই উন্নত ভারতে মহিলাদের সঙ্গে কি এমনই ব্যবহার করা হবে? আমাদের প্রশ্ন, মহিলাদের নিরাপত্তার দায়িত্ব কি শুধুমাত্র তাদেরই? বছরের প্রথম ক্ষণেই প্রশ্নটা তুলে দিল হাইটেক সিলিকন ভ্যালি।

.