জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোদী (Prime Minister Narendra Modi) সফরে মহাযজ্ঞ। ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের আগেই আজ অযোধ্যায় নমো। বিমানবন্দর, স্টেশন ট্রেন উদ্বোধনের পাশাপাশি মেগা রোড শো। রামলালা প্রতিষ্ঠার প্রস্তুতি  সরেজমিন। পরে জনসভাতেও ছায়াসঙ্গী যোগী। মোদীর মেগা শো ঘিরে সরযূপাড়ে সুরক্ষাবলয়। বিমানবন্দর থেকে স্টেশন। ১৫ কিলোমিটার হুডখোলা গাড়িতে রোডশো, পুষ্পবৃষ্টি। পরে উদ্বোধন, জনসভা। ত্রিস্তরীয় নিরাপত্তায় CCTVবন্দি মন্দিরনগরী। যানবাহনেও বিধিনিষেধ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, DM Son in Anganwadi: নামীদামি স্কুল ছেড়ে ছেলেকে অঙ্গনওয়াড়িতে ভর্তি করলেন জেলাশাসক!


মোদীর  উপহার। নয়া বিমানবন্দর অযোধ্যায়। মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক এয়ারপোর্টের সূচনা। টার্মিনাল থেকে লাউঞ্জ। বাইরে-ভিতরে  নিখুঁত নকশায় রামচরিত। ঐতিহ্য-আধুনিকতার সংমিশ্রণ। পোস্ট  নমোর। ধন্যবাদ যোগীর। অযোধ্যায় রেলপথেও কল্পতরু মোদী। পুনর্নির্মাণের পর ফের স্টেশনের সূচনা। মন্দিরের আদলে তৈরি  অযোধ্যাধাম জংশনে বিশ্বমানের পরিষেবা। নিউইয়ারের আগেই জোড়া অমৃত ভারত, ছটি বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন নমোর।  


রামলালার প্রাণপ্রতিষ্ঠা। হাতে মাত্র চব্বিশ দিন।তার আগেই  অযোধ্যায় মোদী। জোড়া কর্মকাণ্ডে তৈরি সরযূতট। ২২ জানুয়ারি গর্ভগৃহে নমো সহ পাঁচ। সিদ্ধান্ত ট্রাস্টের বৈঠকে। এদিন জনসভাতেও ছায়াসঙ্গী যোগী। শুধুই বিমানবন্দর স্টেশন ট্রেন হাসপাতাল উদ্বোধন নয়। রাম-আবেগে আজ অযোধ্যায় কল্পতরু মোদী। জনসভা থেকেই যোগী রাজ্যে ১৫ হাজার ৭০০ কোটির প্রকল্পের সূচনা নমোর। সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন।


তবে রামমন্দিরের উদ্বোধন হতে এখনও কিছুটা দেরি। তবে সেই অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত প্রস্তুতি অযোধ্যায়। কারণ উদ্বোধনের আগে সাত দিন ধরে পালিত হবে আরও নানা অনুষ্ঠান। ফলে অযোধ্যা এখন উত্‍সব নগরী। 



আরও পড়ুন, Skeleton Mystery: ৪ বছর বন্ধ বাড়ির দরজা খুলেই হাড়হিম দৃশ্য, শুয়ে ৫ কঙ্কাল


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)