নিজস্ব প্রতিবেদন- সুপ্রিম কোর্ট রায়দানের পর কেটে গিয়েছে সাত মাস। কিন্তু রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়নি। এর মধ্যে তিন মাস তো দেশে লকডাউন ছিল। এখনও করোনা পরিস্থিতি উদ্বেগপূর্ণ। তবে তারই মাঝে কেন্দ্রীয় সরকার রাম মন্দির নির্মাণের কাজে হাত দিতে চাইছে। কোনও ভিড়ভাট্টা হবে না। একেবারে স্বাস্থ্যবিধি মেনে এবার ভূমি পুজো করার পরিকল্পনা করা হচ্ছে। জানা গিয়েছে, অগাস্টের প্রথম সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামজন্মভূমিতে গিয়ে ভূমি পুজোয় অংশ নিতে পারেন। ৩ অগাস্ট শ্রাবণ মাস শুরুর দিন অথবা ৫ অগাস্ট পূর্ণিমার পূণ্য তিথিতে প্রধানমন্ত্রী রাম মন্দির নির্মাণের জন্য ভূমিপুজো সম্পন্ন করতে পারেন বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভূমিপুজোর সময় কোনওরকম জমায়েত হবে না। রামজন্মভূমির ট্রাস্টের সদস্যদের সঙ্গে অমিত শাহ, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথদের থাকার কথা। ১৮ জুলাই নাগাদ রামজন্মভূমি ট্রাস্টের সদস্যরা আলোচনায় বসবেন। সেদিনই ভূমিপুজোর দিন-ক্ষণ ঠিক হয়ে যেতে পারে। জানা গিয়েছে, ট্রাস্ট-এর প্রধান মহন্ত নৃত্যগোপাল দাস কিছুদিন আগে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। সেখানেই তিনি প্রধানমন্ত্রীর কাছে রাম মন্দির নির্মাণের কাজ দ্রুত শুরু করার আবেদন করেছিলেন। তাঁর সেই আবেদন নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু করেছেন নরেন্দ্র মোদী। এমনকী মহন্ত আবেদন করেছিলেন যেন কোনওরকম ভার্চুয়াল বা ভিডিয়ো কনফারেন্স নয়, প্রধানমন্ত্রী যেন ভূমি পুজোর সময় নিজে উপস্থিত থাকেন! তাঁর আবেদনে সাড়া দিতে পারেন প্রধানমন্ত্রী।


আরও পড়ুন-  পাইলটের পাল্টি! বিজেপিতে যাচ্ছি না, গান্ধীদের সামনে বদনাম করার চক্রান্ত বললেন সচিন


কোন তিথিতে রাম মন্দিরের ভূমি পুজো হবে তা নিয়েই এখন আলোচনা চলছে। তবে এটা নিশ্চিত যে ভূমি পুজোয় কোনওখণ ভিড় হবে না। হাতে গোনা কয়েকজন মন্ত্রী সেদিন হাজির থাকবেন। কোনওরকম অনুষ্ঠানের আয়োজনও করা হবে না। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহেই ভূমি পুজোর দিন ঘোষণা করা হবে। প্রসঙ্গত ১৯৮৯ সালেই রাম মন্দিরে শিলান্যাস হয়েছিল। এবার প্রধানমন্ত্রী অযোধ্যায় গিয়ে শুধুমাত্র কাজ শুরুর আনুষ্ঠানিক সূচনা করবেন।